ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সেপটিক ট্যাংকে নেমে ২ সন্তানের পর মারা গেলেন বাবাও

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 120

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই সন্তানের পর এবার মারা গেলেন বাবা আনোয়ার হোসেন (৭৮)।

বুধবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।


এর আগে রাত ১১টা দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান দুই ভাই; তারা হলেন- চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)।

মৃত আনোয়ার হোসেনের মেঝ ছেলে মৌলভি মঞ্জুর আলম বলেন, এ ঘটনায় গুরুতর অবস্থায় বাবাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৩টার দিকে বাবার মৃত্যু হয়। মৃতদেহ চকরিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ছেলে মঞ্জুর আলম।

চকরয়িা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে ভারিবর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেপটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

ওসি আরও জানান, রাতে বন্যার পানি নেমে গেলে বাড়ির সেপটিক ট্যাংকে প্রথমে বর্জ্য পরিষ্কার করতে নামেন ছোট ছেলে; এরপর সাড়াশব্দ না পেয়ে বড় ছেলেও নামেন; তারও কোনো সাড়া না পাওয়ায় শেষে নামেন বৃদ্ধ বাবাও।


পরে পরিবার সদস্য ও কয়েকজন আত্মীয় তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১১টার দিকে দুই ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর রাত ৩টার দিকে চমেকে চিকিৎসাধীন থেকে মারা যান বাবাও।

এই রকম আরও টপিক

সেপটিক ট্যাংকে নেমে ২ সন্তানের পর মারা গেলেন বাবাও

প্রকাশিত সময় ০১:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই সন্তানের পর এবার মারা গেলেন বাবা আনোয়ার হোসেন (৭৮)।

বুধবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।


এর আগে রাত ১১টা দিকে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারা যান দুই ভাই; তারা হলেন- চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)।

মৃত আনোয়ার হোসেনের মেঝ ছেলে মৌলভি মঞ্জুর আলম বলেন, এ ঘটনায় গুরুতর অবস্থায় বাবাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ৩টার দিকে বাবার মৃত্যু হয়। মৃতদেহ চকরিয়ায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ছেলে মঞ্জুর আলম।

চকরয়িা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গত কয়েকদিন ধরে ভারিবর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেপটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

ওসি আরও জানান, রাতে বন্যার পানি নেমে গেলে বাড়ির সেপটিক ট্যাংকে প্রথমে বর্জ্য পরিষ্কার করতে নামেন ছোট ছেলে; এরপর সাড়াশব্দ না পেয়ে বড় ছেলেও নামেন; তারও কোনো সাড়া না পাওয়ায় শেষে নামেন বৃদ্ধ বাবাও।


পরে পরিবার সদস্য ও কয়েকজন আত্মীয় তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ১১টার দিকে দুই ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর রাত ৩টার দিকে চমেকে চিকিৎসাধীন থেকে মারা যান বাবাও।