বাঘায় রাতের আঁধারে ৫০ টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
- প্রকাশিত সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / 75
রাজশাহীর বাঘায় রাতের আঁধারে অর্ধশতাধিক আম্রপালি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার ১৭ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন বিনয় চন্দ্র সরকার। কিন্তু ৩-৪ বছর বয়সী অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বাগান মালিক বিনয় চন্দ্র সরকার জানান, স্থানীয় হওয়ায় সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না।
আমচাষী বিনয় সরকারের ছেলে বিকাশ সরকার বলেন, ৩ বছর ধরে সন্তানের মতো করে লালন পালন করেছি আম রুপালি গাছ গুলো।
তিনি আরও জানান, গত বছরেও আমাদের অন্য এক আম বাগানের প্রায় ৭০ টি আম গাছে কে বা কারা রাতের আধারে কেটে ফেলেছিল।
এবিষয়ে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। ঘটনাটি শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেছি। গাছের সাথে এ কেমন শত্রুতা।