ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪
দূর্গাপূজায় অনুদানের নামে প্রতারণা

দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদ প্রকাশের পর মানবিক সাহায্য পেল ভুক্তভোগীরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৭:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 101



দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদ প্রকাশের পর আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র ৩৬ পরিবার থেকে অনুদানের নামে খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য পেয়েছে ভুক্তভোগীরা।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছিলেন হতদরিদ্র ৩৬ পরিবার থেকে ২১ হাজার ৬শত টাকা।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এ টাকা ফিরিয়ে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এসময় খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য পেয়ে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এর আগে গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর সনাতন ধর্মালম্বীদের সরকারি অনুদান দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোণামে সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সংবাদটি প্রশাসনের বিভিন্ন মহলের নজরে আসে। পরে পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের তত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়ায় মানিবিক সাহায্য দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে। প্রতারকদের গ্রেফতারে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম।

খোঁয়া যাওয়া টাকা ফেরত পেয়ে নিজের আনন্দ প্রকাশ করে কয়েকজন বলেন, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত টাকা দিয়েছেন নতুন ইউএনও মহোদয়। আমরা অনেক খুশি।

এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “দূর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন যৌথভাবে কাজ করছে।

এই রকম আরও টপিক

দূর্গাপূজায় অনুদানের নামে প্রতারণা

দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদ প্রকাশের পর মানবিক সাহায্য পেল ভুক্তভোগীরা

প্রকাশিত সময় ০৭:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদ প্রকাশের পর আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র ৩৬ পরিবার থেকে অনুদানের নামে খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য পেয়েছে ভুক্তভোগীরা।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছিলেন হতদরিদ্র ৩৬ পরিবার থেকে ২১ হাজার ৬শত টাকা।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এ টাকা ফিরিয়ে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এসময় খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য পেয়ে আনন্দে উচ্ছাস প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এর আগে গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর সনাতন ধর্মালম্বীদের সরকারি অনুদান দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোণামে সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সংবাদটি প্রশাসনের বিভিন্ন মহলের নজরে আসে। পরে পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মোঃ মনিরুজ্জামানের তত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়ায় মানিবিক সাহায্য দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে। প্রতারকদের গ্রেফতারে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম।

খোঁয়া যাওয়া টাকা ফেরত পেয়ে নিজের আনন্দ প্রকাশ করে কয়েকজন বলেন, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত টাকা দিয়েছেন নতুন ইউএনও মহোদয়। আমরা অনেক খুশি।

এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “দূর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোঁয়া যাওয়ায় মানবিক সাহায্য দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন যৌথভাবে কাজ করছে।