ভেড়ামারায় জুয়া খেলার অপরাধে ১৮ জন আটক

- প্রকাশিত সময় ০৮:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 45
কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার ২৭ সেপ্টেম্বর রাত ১১ টায় দক্ষিণ রেলগেট যৌথ বাহিনীর অভিযানে ১৮ জনকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়েছে।
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবদ ভেড়ামারা দক্ষিণ রেলগেটে একদল জুয়ারি রাত হলেই জুয়া খেলায় মেতে উঠে। এরই পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন মহোদয়কে বিজিবি বিষয়টি অবহিত করলে। তাহার সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে সত্যতা পায়। ঘটনস্থালেই ১৮ জনকে হাতেনাতে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদী সাজা দেওয়া হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি) কোয়াটার মাষ্টার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দক্ষিণ রোলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘরে ১৮ জন টাকা দিয়ে জুয়া খেলছে। তাহার সত্যতা যাচাইয়ের জন্য বিজিবি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছালে সত্যতা পাওয়া যায়। প্রায় কয়েক ঘন্টার অভিযানে শেষে ১৮ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- পৌর চাঁদগ্রামের মোঃ মিরাজুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান শাহিন (৫২), দৌলতপুর উপজেলার জয়ভোগা গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রাজন (৩১), মৃত তৈজদ্দিন হকের ছেলে মোঃ কিরন (৩১) ও আমজাদ হোসেনের ছেলে মোঃ রাজন (৩৬), কল্যাণপুর গ্রামের মৃত ছৈয়াদ আলীর ছেলে মোঃ আসাদুজ্জামান (৪৫), রেফেজ উদ্দিনের ছেলে মোঃ ছোটন (২১) ও মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫), নওদাপাড়া গ্রামের মোঃ সাবান আলীর ছেলে মোঃ নাহেদ হাসান, আল্লারদর্গা গ্রামের আবু বক্করের ছেলে মোঃ টিপু সুলতান (২৮), ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মীর এনামুল হকের ছেলে মোঃ বিপুল (৩৮), সাতবাড়ীয়া গ্রামের মৃত রাফেজ উদ্দিনের ছেলে মোঃ রাজা (৫২), মিরপুরম উপজেলার খাদেমপুর গ্রামের মৃত ছলিমুদ্দিনের ছেলে মোঃ বাস্তু (৫০), নওদা খাদিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোঃ আসান বিশ্বাস (৫০), কাচারীপাড়া গ্রামের মোঃ মোজাহারের ছেলে মোঃ বাবু হোসেন (৩৮), চুয়াডাঙ্গা জেলার ডিংগাদহ বাজার গ্রামের মৃত সৌকতের ছেলে মোঃ জুয়েল রানা (৩৩) ও খায়বার মন্ডলের ছেলে মোঃ আলীহিম (৩৮), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নলখোলা গ্রামের ছোবহান আলীর ছেলে মোঃ জিল্লুর রহমান (৪২) ও ইকরাম শেখের ছেলে মোঃ রনি (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধ আইনে, ১৮৬৭ এর ০৪ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৮ জনের মধ্যে ১৭ জনকে ১ মাস করে এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় অভিযানকালে নগদ ৪ লক্ষ ছয়শো ঊনিশ টাকা, ৪টি মোটরসাইকেল ও দেশীয় মদের বোতল জব্দ করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।