দুর্নীতির দায়ে সাজা পেলেন মধুখালী কৃষি ব্যাংকের ছয় সদস্য

- প্রকাশিত সময় ০৬:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / 161
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী কৃষি ব্যাংক শাখা থেকে গত ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থ বছরে কৃষকদের ৫৫ লাখ ৪৪ হাজার টাকার শষ্য মজুত রেখে ৮০% হারে ৬৬ জন কৃষকের মাঝে ঋণ বিতরন করা হয়।
আর এই জমাকৃত শষ্য আত্মসাত করার কারনে মধুখালী শস্য গুদাম ঋণ প্রকল্পের ৬ জনের ৬ বছরের সাজা দিয়েছে ফরিদপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ মতিয়ার রহমান। আর এ রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামী ৬ জন উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মধুখালী শস্য গুদাম ঋণ প্রকল্প এর গুদাম রক্ষক মোঃ মোতাহার হোসেন মিয়া, সেক্রেটারী মোঃ শাহ জালাল (কানু), সদস্য মোঃ সোহরাব শেখ, মোঃ হাসেম মল্লিক, মোঃ মহসিন শরীফ ও মোঃ সাখায়াত মোল্লা।
পরে তাদের কে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করা হয়। স্পেশাল জজ আদালতের মামলা নং- ০৬/১৭। মামলটি ২৫ নভম্বের ২০১৪ সালে তৎকালিন মধুখালী কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইউনুছ আলী মিয়া বাদি হয়ে মধুখালী থানায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে ফরিদপুর দুদুকের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ৪০৮/১০৯ ধারায় চার্জশীট দাখিল করেন।