বিজ্ঞপ্তি :
তাড়াশে গ্রামবাসির উদ্যোগে রাস্তা নির্মান

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / 215
মহসীন আলী, তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে গ্রামবাসির উদ্যোগে রাস্তা নির্মান করা হয়েছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের পশ্চিম পাড়ায় গ্রামবাসিরা নিজ উদ্যোগে চাঁদা হাড়ি তুলে এ রাস্তা নির্মান করেন।
বানিয়াবহু গ্রামের আফজাল হোসেন জানান, দীর্ঘদিন যাবত অবহেলিত অবস্থায় এ পাড়ায় একটা রাস্তা নির্মান করার জন্য কেউ এগিয়ে আসে নাই। এই রাস্তা দিয়ে মাঠের হাজারো বিঘা জমির ধান নিয়ে আসতে গ্রাম বাসীর অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই গ্রামের ২৫টা পরিবারের মানুষ মিলে নিজেরা প্রায় আড়াই লক্ষ টাকা উত্তোলন করে রাস্তাটি নির্মান করছি।
৫৭০ফুট রাস্তাটির ৫ ফুট স্লোপ আর ১০ফুট প্রস্থের কাজ করতে আড়াই লক্ষ টাকা ব্যয় হবে। এ টাকা আমরা গ্রামবাসীরা চাঁদা হাড়ি দিয়ে এ কাজ সম্পুর্ণ করবোর