সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হোলেন কামাল লোহানী

- প্রকাশিত সময় ১০:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 213
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ ভাষাসৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। ঢাকা থেকে লাশ নিয়ে রাত ৮ টায় তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামে পৌছায়। সামাজিক দুরত্ব বজায় রেখে ইসলামিক শরিয়ত মতে রাত ৯ টায় তাকে দাফন করা হয়েছে।
দাফনের আগে উপজেলা প্রশাসন থেকে তাকে গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়।
এ সময় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদ হাসান খাঁন, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন ।
কামাল লোহানীর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ও সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সোয়া ১০ টার দিকে মারা যান ভাষাসৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদ্রোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন তিনি ।
উল্লেখ্য, কামাল লোহানীর জন্ম ১৯৩৪ সালের ২৬ জুন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার খান সোনতলা গ্রামে। তার প্রকৃত নাম আবু নাইম মোহা. মোস্তফা কামাল খান লোহানী। তিনি ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
তিনি দৈনিক মিল্লাত আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা, কামাল লোহানী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই গুণী ব্যক্তিত্ব। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।





















