ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় দেশের খামারিরা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 179

আসছে ঈদ উল আযহা। আমরা সাধারনতঃ এই ঈদকে কোরবানির ঈদ বলে থাকি। ঈদ উল ফেতর থেকে ঈদ উল আযহার আয়োজন, ধর্মীয় আচার ও তাৎপর্য ভিন্ন। ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য সামাজিক সিদ্ধান্তে ঈদ উল ফেতরের চেয়ে বেশ খানিকটা আগেই ঈদ উল আযহার নামাজ সেরে ফেলা হয়। নামাজ শেষে শুরু হয় পশু কোরবানি।

আমাদের দেশের ইসলাম ধর্মের মানুষ গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা ও উট কোরবানির পশু হিসেবে জবেহ করে থাকে। এ সব পশুর মধ্যে গরু ও ছাগল সহজলভ্য হওয়ায় বেশি কোরবানি হয়ে থাকে। যে সব মুসলিম কোরবানি দেয়ার নিয়্যত করেন তারা আর্থিক সামর্থ বিবেচনায় মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন অনেক আগে থেকেই।

একইভাবে কোরবানির ঈদকে সামনে রেখে দেশে অনেক মানুষ রয়েছে যারা বাড়তি একটু আয়ের আশায় গরু-ছাগল লালন পালন অথবা মোটাতাজাকরন করে থাকে। দু’দশটি গরুর মাঝে দু’একটি করে ষাঢ় খৈল ভূষি খাইয়ে অনেক কষ্টে ও যত্নে লালন পালন করে থাকে দেশের অনেক কৃষক। ঈদকে ঘিরে এটি হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বাড়তি আয়ের একটি বড় উৎস। এই গরু’র আয় থেকে এদের রয়েছে সংসারের জন্য নানা চিন্তা ভাবনা।

আবার মাঝারি ও বড় মাপের কৃষক ও খামারি গরু মোটাতাজাকরণ করছে বাণিজ্যিক দৃস্টিভঙ্গিতে। তাদের লক্ষ্য সারা বছরের একটা আয় বা মুনাফা করবে কোরবানির ঈদ থেকে। সেভাবেই মোটা অংকের অর্থ বিনিয়োগ করেছে কোরবানির ঈদকে ঘিরে তারা। এসব কৃষক খামারি তাদের মোটাতাজাকরণ করা পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রীতিমত। তাদের ধারনা করোনা পরিস্থিতি ঈদ পর্যন্ত গড়ালে পশু বিক্রি হবে না। সঠিক দাম পাওয়া যাবে না। আর এ কারনেই মোটা অংকের লোকসান গুণতে হবে তাদের।

ঈদের উৎসব বা আনন্দ ঈদ উল আযহায় যে ভিন্ন মাত্রা যুক্ত করে সেটি হচ্ছে ত্যাগ। এই ত্যাগ সম্পর্কে আমরা জানি, হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহ তা’আলার আদেশ পালনে প্রিয় সন্তান হযরত ইসমাইল (আঃ) কে তার স্বতঃস্ফূর্ত সন্মতিতে কোরবানি করতে উদ্যত হন। মক্কা নগরীর মীনা নামক স্থানে এই কোরবানির উদ্যোগ নেন হযরত ইব্রাহীম (আঃ)। মহান আল্লাহ তা’আলা হযরত ইব্রহীম (আঃ) আদেশ পালনে নিষ্ঠা ও আন্তরিকতায় সন্তুষ্ট হয়ে তার পুত্রের স্থলে একটি পশু কোরবানির নির্দেশ দেন। মহান আল্লাহ তা’আলার ওপর গভীর আনুগত্য ও নজীরবিহীন এই ঘটনার জন্য মীনায় এবং সমগ্র মুসলিম বিশ্বের মুসলমান আত্মত্যাগের এই মহান কীর্তি কোরবানিকে ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ রীতি হিসেবে পালন করে আসছে সেই থেকে।

এবারের কোরবানির ঈদ এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। অদৃশ্য এই করোনাভইরাস সারা বিশ্বে মহামারি দূর্যোগ হিসেবে আর্বিভূত হয়েছে। লাশের মিছিলে সামিল হয়ে এক তান্ডব নৃত্যে মেতেছে করোনাভাইরাস। করোনাভাইরাসে বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখন টালমাটাল। দিন দিন মৃত্যুর দীর্ঘ মিছিল আতঙ্কিত করে তুলেছে বিশ্ববাসিকে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে দেশে দেশে। আমাদের দেশে। একমাত্র সরকারি চাকুরে ছাড়া আর্থিকভাবে ভাল নেই কেউ। আর্থিক সংকটে আক্রান্তের ঝুকি মাথায় নিয়ে অর্থ উপার্জনে ছুটছে বেকার ও নতুন করে বেকার হওয়া হাজারো কর্মহীন মানুষ। মিল কল কারখানা নানা প্রতিষ্ঠাণ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। শুনতাম কর্মের সন্ধানে মানুষ ঢাকায় যায় অথচ এখন ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মহীন হয়ে লাখো নারী পুরুষ।

করোনার ভয়াল এ দূর্যোগে কোরবানির পশু নিয়ে খামারিদের দূর্ভাবনার শেষ নেই। তাদের শঙ্কা পশুর দাম পাওয়া যাবে কিনা। হাটে তাদের নিরাপত্তা। ক্রেতার সামর্থ বিবেচণায় বড় ষাঢ়ের কাটতি কেমন হবে। এইসব নানা দুশ্চিন্তা তাদেরকে বিচলিত করছে। তাদের ধারণা অবলা পশুর দাম না পেলে হাট ঘুড়ানো ষাঢ় বাড়িতে ফেরত আনলে সাধারনত: চাহিদা কমে যায়। তাদের ভাষায় কাটাই বিক্রিতে খৈল ভূষির দাম উঠবে না।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের কৃষক নাজিম উদ্দীন জানান, প্রতি বছর আমি একটি দু’টি করে ষাঢ় মোটাতাজা করি কোরবানি ঈদের অপেক্ষায়। যদি কোরবানির ঈদে বিক্রি না হয় অথবা কম দামে বিক্রি করতে হয় তাহলে প্রচুর লস যাবে আমার।

একই উপজেলার আটিয়াপাড়া গ্রামের কৃষক জারমান জানান, ঈদে ক’টা পয়সা ধরার জন্য এ বছর সে ৩ টি ষাঢ় মোটাতাজা করেছে। এ কৃষক জানান, করোনার এমন পরিস্থিতি ঈদ পর্যন্ত গড়ালে তার আর দুঃখের সীমা থাকবে না।

শাহজাদপুর পৌর সদরের দ্বাবাড়িয়া গ্রামের কৃষক রহম আলী জানান, ঈদের হাটে ষাঢ় বিক্রি করে খৈল ভূষির মহাজনের হালখাতা করবে সে। ভাল দাম পাবে এমন আশায় চলনবিল অঞ্চলের বেশ কিছু বেপারি আছে যারা নগদে এবং বাকীতে আবার অনেকে দাদনে পশুকে ঢাকায় নিয়ে যায়।

তালগাছি গ্রামের রজব আলী, আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস একই উপজেলার খুকনী গ্রামের শাহ আলম, রোম আলী ও হাফিজার জানান স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন পশুর হাট বসানোর উদ্যোগে স্বাচ্ছন্দবোধ করছেন না তারা। স্থান সংকুলান এবং তাদের পছন্দ মত হাটে গরু নিতে বিরম্বনায় পড়বেন এমন ধারণা নিয়ে বসে আছেন তারা।

তবে এ কথাও ঠিক যে গরুর হাটের বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে চল কঠিন। সে যাই হোক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিকে ঢাকার দুই সিটি করপোরেশন এবার সিটিতে ২৩ টি হাট বসানোর জন্য ইতোমধ্যেই টেন্ডার আহবান করেছে। প্রায় ৯ কোটি ৩৪ লাখ টাকা ১৪ টি হাটের জন্য টেন্ডার মূল্য নির্ধারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন। অপরদিকে উত্তরের সিটি করপোরেশন ৯ টি হাটের জন্য প্রায় ১১ কোটি ৪৪ লাখ টাকা টেন্ডার মূল্য নির্ধারণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পশুর হাট বসবে। পশুর হাটে ভিড় এড়ানোর জন্য এক দুইদিন আগে তাড়াহুরো করে পশু না কিনে সময় নিয়ে কিনতে বলা হয়েছে। ঢাকার বাইরে এটি করা সম্ভব হলেও হতে পারে। ঢাকায় বাসাবাড়িতে থাকা মানুষ জনের পক্ষে এটা খানিকটা অসম্ভব। হাটে প্রবেশের সময় সারিবদ্ধভাবে দাড়িয়ে সামাজিক দূরত্ববজায় রেখে হাটে ঢোকা এবং বের হওয়ার কথা বলেছে মন্ত্রণালয়টি।

কথায় আছে গরুর হাট সেই হাটকে শৃঙ্খলাবদ্ধ করা কঠিন। তারপরও বাঁচতে হলে করতেই হবে। তবে এতোসব নিয়ম নিয়ন্ত্রণকে বেশিরভাগ কম শিক্ষিত খামারি ও ব্যবসায়ীরা দেখছে শঙ্কিত চোখে।

করোনা আক্রান্তে মৃতের সংখ্যা যখন আশংকাজনক হারে বাড়ছে তখন কোরবানির ঈদকে ঘিরে খামারি ব্যবসাীদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে সেটাই স্বাভাবিক। করোনার বিরুদ্ধে বিশ্ব আজ এক যুদ্ধে নেমেছে। চিকিৎসা নেই, প্রতিশেধক নেই। এর পরিনতি কোথায় গিয়ে দাড়াবে সেটাই এখন ভাবছে সবাই। লাশের দীর্ঘ মিছিল দেখে রীতিমত আতংকে বিশ্ববাসী।

শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, করোনা আতঙ্কে এবং সরকারি নির্দেনায় মানুষ যেহেতু বাজারে কম আসছে এ জন্যই দুধ এবং মাংসের চাহিদা কিছুটা কমেছে। একই কারনে কৃষক ও খামারি ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, শাহজাদপুরে প্রায় সাড়ে তিন লাখ গরু রয়েছে। আর খামার রয়েছে প্রায় ১১ হাজার। সামনে কোরবানির হাট বিক্রির জন্য রাখা ষাঢ়কে বাড়তি যোগান দিতে হচ্ছে কৃষককে। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী সিরাজগঞ্জ ও পাবনা জেলা মিলে প্রায় ২৫ হাজারেরও বেশি ছোট বড় গো-খামার রয়েছে।

তিনি আরো যা বলেন, করোনার প্রভাবে বাজারে দুধ ও মাংসের চাহিদা কমে গেছে। মিল্কভিটার সিরাজগঞ্জ ও পাবনা জেলায় তাদের আওতায় ৭’শ ১৩ টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এসব সমিতিতে প্রতিদিন আড়াই লাখ লিটার দুধ উৎপাদিত হয়ে থাকে। এ সব সমিতি থেকে বাঘাবাড়ী কারখানায় প্রতিদিন পৌনে ২ লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়ে থাকে। মিল্কভিটার প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির কেন্দ্রীয় ইউনিয়ন এর আওতায় তাদের সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার। এসব সদস্যরা দিনে দু’বার সমিতিকে দুধের যোগান দেয়, দুধে বিদ্যমান ফ্যাট ও অন্যান্য উপাদানের অনুপাতেই দুধের দাম সাধারনত নির্ধারিত হয়। সমিতিতে সংগৃহীত দুধ প্রাথমিক প্রসেসিংয়ের জন্য নিকটতম কারখানায় পৌছাঁনো হয়। টাঙ্গাইল, মানিকগঞ্জ, টেকেরহাট ও শ্রীনগর অঞ্চলের দুধ ঢাকায় আসে এবং তা থেকে তরল দুধ, ক্রিম, আইসক্রিম ও দই প্রস্তুত করা হয়। রংপুর ও বাঘাবাড়ি ঘাটের দুধ থেকে বাঘাবাড়িঘাটের ডেইরি কারখানা গুঁড়াদুধ, মাখন ও ঘি উৎপাদন করে।

দেশে সরকারি মালিকানাধীন খামার এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠিত খামার রয়েছে। বড় খামারের অধিকাংশই সরকারের মালিকানাধীন। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬ টি এবং ৩ টি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণায়ের। তবে রাজশাহী দুগ্ধখামার ব্যতীত, অধিকাংশ খামারে শঙ্কর ও বিশুদ্ধ বিদেশি জাতের গবাদিপশু রয়েছে। পাস্তরিত মোড়কজাত দুধ সরকারি হাসপাতাল, আর্মি কোয়ার্টারস এবং কিছু পরিমাণে খোলা বাজারে বিক্রয় করা হয়।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে ১৯৭৩ সালে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী কো-অপারেটিভ সমিতি প্রতিষ্ঠিত হয়।

মিল্কভিটা দেশের অন্যতম বৃহৎ সমবায় ভিত্তিক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। সরকার সিরাজগঞ্জ জেলার ১২৯৬.২৫ একর এবং পাবনা জেলার ১১২.৮২ একর অর্থাৎ মোট ১৪০৯.০৭ একর সরকারী খাস জমিকে গো-চারণ ভূমি ঘোষনা করা হয়। এই বিশাল গো-চারণ ভূমি বিভিন্ন সমিতিকে বছর ভিত্তিক ইজারা প্রদানের মাধ্যমে গো-সম্পদ প্রতিপালন ও মিল্কভিটা কারখানায় দুগ্ধ সরবরাহ করা হয়। গোখামার সাধারনত দুগ্ধবতী গাভী পালনের জন্য গবাদি পশুর খামার এ এলাকায় গড়ে উঠেছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দুগ্ধ উন্নয়ন খাতে পশু সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গবাদী পশুই আমাদের দেশে দুধ, মাংস, চামড়া প্রভৃতি উৎপাদনের একমাত্র উৎস। উন্নত স্বাস্থ্যবান গরু দেখা যায় শহর এলাকার আশেপাশে এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িঘাট এলাকার বড়াল নদী তীরে বাথানে।

স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলনবিল অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশে দুধের চাহিদা পূরনে দুগ্ধ শিল্প গড়ে তোলার জন্য নির্দেশ দেন। তারই ফলশ্রুতিতে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) ও ডেনমার্ক ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ড্যানিডা’র সহায়তায় সরকার তৎকালীন পাবনা জেলার শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় সমবায় দুগ্ধ প্রকল্প নামে ১৯৭৩ সালে একটি দুগ্ধ শিল্প উন্নয়ন প্রকল্প স্থাপন করে।


আতিক সিদ্দিকী
সাংবাদিক ও কলাম লেখক

কোরবানির পশু নিয়ে দুশ্চিন্তায় দেশের খামারিরা

প্রকাশিত সময় ১০:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

আসছে ঈদ উল আযহা। আমরা সাধারনতঃ এই ঈদকে কোরবানির ঈদ বলে থাকি। ঈদ উল ফেতর থেকে ঈদ উল আযহার আয়োজন, ধর্মীয় আচার ও তাৎপর্য ভিন্ন। ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য সামাজিক সিদ্ধান্তে ঈদ উল ফেতরের চেয়ে বেশ খানিকটা আগেই ঈদ উল আযহার নামাজ সেরে ফেলা হয়। নামাজ শেষে শুরু হয় পশু কোরবানি।

আমাদের দেশের ইসলাম ধর্মের মানুষ গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা ও উট কোরবানির পশু হিসেবে জবেহ করে থাকে। এ সব পশুর মধ্যে গরু ও ছাগল সহজলভ্য হওয়ায় বেশি কোরবানি হয়ে থাকে। যে সব মুসলিম কোরবানি দেয়ার নিয়্যত করেন তারা আর্থিক সামর্থ বিবেচনায় মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন অনেক আগে থেকেই।

একইভাবে কোরবানির ঈদকে সামনে রেখে দেশে অনেক মানুষ রয়েছে যারা বাড়তি একটু আয়ের আশায় গরু-ছাগল লালন পালন অথবা মোটাতাজাকরন করে থাকে। দু’দশটি গরুর মাঝে দু’একটি করে ষাঢ় খৈল ভূষি খাইয়ে অনেক কষ্টে ও যত্নে লালন পালন করে থাকে দেশের অনেক কৃষক। ঈদকে ঘিরে এটি হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বাড়তি আয়ের একটি বড় উৎস। এই গরু’র আয় থেকে এদের রয়েছে সংসারের জন্য নানা চিন্তা ভাবনা।

আবার মাঝারি ও বড় মাপের কৃষক ও খামারি গরু মোটাতাজাকরণ করছে বাণিজ্যিক দৃস্টিভঙ্গিতে। তাদের লক্ষ্য সারা বছরের একটা আয় বা মুনাফা করবে কোরবানির ঈদ থেকে। সেভাবেই মোটা অংকের অর্থ বিনিয়োগ করেছে কোরবানির ঈদকে ঘিরে তারা। এসব কৃষক খামারি তাদের মোটাতাজাকরণ করা পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে রীতিমত। তাদের ধারনা করোনা পরিস্থিতি ঈদ পর্যন্ত গড়ালে পশু বিক্রি হবে না। সঠিক দাম পাওয়া যাবে না। আর এ কারনেই মোটা অংকের লোকসান গুণতে হবে তাদের।

ঈদের উৎসব বা আনন্দ ঈদ উল আযহায় যে ভিন্ন মাত্রা যুক্ত করে সেটি হচ্ছে ত্যাগ। এই ত্যাগ সম্পর্কে আমরা জানি, হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহ তা’আলার আদেশ পালনে প্রিয় সন্তান হযরত ইসমাইল (আঃ) কে তার স্বতঃস্ফূর্ত সন্মতিতে কোরবানি করতে উদ্যত হন। মক্কা নগরীর মীনা নামক স্থানে এই কোরবানির উদ্যোগ নেন হযরত ইব্রাহীম (আঃ)। মহান আল্লাহ তা’আলা হযরত ইব্রহীম (আঃ) আদেশ পালনে নিষ্ঠা ও আন্তরিকতায় সন্তুষ্ট হয়ে তার পুত্রের স্থলে একটি পশু কোরবানির নির্দেশ দেন। মহান আল্লাহ তা’আলার ওপর গভীর আনুগত্য ও নজীরবিহীন এই ঘটনার জন্য মীনায় এবং সমগ্র মুসলিম বিশ্বের মুসলমান আত্মত্যাগের এই মহান কীর্তি কোরবানিকে ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ রীতি হিসেবে পালন করে আসছে সেই থেকে।

এবারের কোরবানির ঈদ এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। অদৃশ্য এই করোনাভইরাস সারা বিশ্বে মহামারি দূর্যোগ হিসেবে আর্বিভূত হয়েছে। লাশের মিছিলে সামিল হয়ে এক তান্ডব নৃত্যে মেতেছে করোনাভাইরাস। করোনাভাইরাসে বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখন টালমাটাল। দিন দিন মৃত্যুর দীর্ঘ মিছিল আতঙ্কিত করে তুলেছে বিশ্ববাসিকে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে দেশে দেশে। আমাদের দেশে। একমাত্র সরকারি চাকুরে ছাড়া আর্থিকভাবে ভাল নেই কেউ। আর্থিক সংকটে আক্রান্তের ঝুকি মাথায় নিয়ে অর্থ উপার্জনে ছুটছে বেকার ও নতুন করে বেকার হওয়া হাজারো কর্মহীন মানুষ। মিল কল কারখানা নানা প্রতিষ্ঠাণ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। শুনতাম কর্মের সন্ধানে মানুষ ঢাকায় যায় অথচ এখন ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মহীন হয়ে লাখো নারী পুরুষ।

করোনার ভয়াল এ দূর্যোগে কোরবানির পশু নিয়ে খামারিদের দূর্ভাবনার শেষ নেই। তাদের শঙ্কা পশুর দাম পাওয়া যাবে কিনা। হাটে তাদের নিরাপত্তা। ক্রেতার সামর্থ বিবেচণায় বড় ষাঢ়ের কাটতি কেমন হবে। এইসব নানা দুশ্চিন্তা তাদেরকে বিচলিত করছে। তাদের ধারণা অবলা পশুর দাম না পেলে হাট ঘুড়ানো ষাঢ় বাড়িতে ফেরত আনলে সাধারনত: চাহিদা কমে যায়। তাদের ভাষায় কাটাই বিক্রিতে খৈল ভূষির দাম উঠবে না।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের কৃষক নাজিম উদ্দীন জানান, প্রতি বছর আমি একটি দু’টি করে ষাঢ় মোটাতাজা করি কোরবানি ঈদের অপেক্ষায়। যদি কোরবানির ঈদে বিক্রি না হয় অথবা কম দামে বিক্রি করতে হয় তাহলে প্রচুর লস যাবে আমার।

একই উপজেলার আটিয়াপাড়া গ্রামের কৃষক জারমান জানান, ঈদে ক’টা পয়সা ধরার জন্য এ বছর সে ৩ টি ষাঢ় মোটাতাজা করেছে। এ কৃষক জানান, করোনার এমন পরিস্থিতি ঈদ পর্যন্ত গড়ালে তার আর দুঃখের সীমা থাকবে না।

শাহজাদপুর পৌর সদরের দ্বাবাড়িয়া গ্রামের কৃষক রহম আলী জানান, ঈদের হাটে ষাঢ় বিক্রি করে খৈল ভূষির মহাজনের হালখাতা করবে সে। ভাল দাম পাবে এমন আশায় চলনবিল অঞ্চলের বেশ কিছু বেপারি আছে যারা নগদে এবং বাকীতে আবার অনেকে দাদনে পশুকে ঢাকায় নিয়ে যায়।

তালগাছি গ্রামের রজব আলী, আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস একই উপজেলার খুকনী গ্রামের শাহ আলম, রোম আলী ও হাফিজার জানান স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন পশুর হাট বসানোর উদ্যোগে স্বাচ্ছন্দবোধ করছেন না তারা। স্থান সংকুলান এবং তাদের পছন্দ মত হাটে গরু নিতে বিরম্বনায় পড়বেন এমন ধারণা নিয়ে বসে আছেন তারা।

তবে এ কথাও ঠিক যে গরুর হাটের বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে চল কঠিন। সে যাই হোক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিকে ঢাকার দুই সিটি করপোরেশন এবার সিটিতে ২৩ টি হাট বসানোর জন্য ইতোমধ্যেই টেন্ডার আহবান করেছে। প্রায় ৯ কোটি ৩৪ লাখ টাকা ১৪ টি হাটের জন্য টেন্ডার মূল্য নির্ধারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন। অপরদিকে উত্তরের সিটি করপোরেশন ৯ টি হাটের জন্য প্রায় ১১ কোটি ৪৪ লাখ টাকা টেন্ডার মূল্য নির্ধারণ করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনেই পশুর হাট বসবে। পশুর হাটে ভিড় এড়ানোর জন্য এক দুইদিন আগে তাড়াহুরো করে পশু না কিনে সময় নিয়ে কিনতে বলা হয়েছে। ঢাকার বাইরে এটি করা সম্ভব হলেও হতে পারে। ঢাকায় বাসাবাড়িতে থাকা মানুষ জনের পক্ষে এটা খানিকটা অসম্ভব। হাটে প্রবেশের সময় সারিবদ্ধভাবে দাড়িয়ে সামাজিক দূরত্ববজায় রেখে হাটে ঢোকা এবং বের হওয়ার কথা বলেছে মন্ত্রণালয়টি।

কথায় আছে গরুর হাট সেই হাটকে শৃঙ্খলাবদ্ধ করা কঠিন। তারপরও বাঁচতে হলে করতেই হবে। তবে এতোসব নিয়ম নিয়ন্ত্রণকে বেশিরভাগ কম শিক্ষিত খামারি ও ব্যবসায়ীরা দেখছে শঙ্কিত চোখে।

করোনা আক্রান্তে মৃতের সংখ্যা যখন আশংকাজনক হারে বাড়ছে তখন কোরবানির ঈদকে ঘিরে খামারি ব্যবসাীদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে সেটাই স্বাভাবিক। করোনার বিরুদ্ধে বিশ্ব আজ এক যুদ্ধে নেমেছে। চিকিৎসা নেই, প্রতিশেধক নেই। এর পরিনতি কোথায় গিয়ে দাড়াবে সেটাই এখন ভাবছে সবাই। লাশের দীর্ঘ মিছিল দেখে রীতিমত আতংকে বিশ্ববাসী।

শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান জানান, করোনা আতঙ্কে এবং সরকারি নির্দেনায় মানুষ যেহেতু বাজারে কম আসছে এ জন্যই দুধ এবং মাংসের চাহিদা কিছুটা কমেছে। একই কারনে কৃষক ও খামারি ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, শাহজাদপুরে প্রায় সাড়ে তিন লাখ গরু রয়েছে। আর খামার রয়েছে প্রায় ১১ হাজার। সামনে কোরবানির হাট বিক্রির জন্য রাখা ষাঢ়কে বাড়তি যোগান দিতে হচ্ছে কৃষককে। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী সিরাজগঞ্জ ও পাবনা জেলা মিলে প্রায় ২৫ হাজারেরও বেশি ছোট বড় গো-খামার রয়েছে।

তিনি আরো যা বলেন, করোনার প্রভাবে বাজারে দুধ ও মাংসের চাহিদা কমে গেছে। মিল্কভিটার সিরাজগঞ্জ ও পাবনা জেলায় তাদের আওতায় ৭’শ ১৩ টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এসব সমিতিতে প্রতিদিন আড়াই লাখ লিটার দুধ উৎপাদিত হয়ে থাকে। এ সব সমিতি থেকে বাঘাবাড়ী কারখানায় প্রতিদিন পৌনে ২ লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়ে থাকে। মিল্কভিটার প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির কেন্দ্রীয় ইউনিয়ন এর আওতায় তাদের সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার। এসব সদস্যরা দিনে দু’বার সমিতিকে দুধের যোগান দেয়, দুধে বিদ্যমান ফ্যাট ও অন্যান্য উপাদানের অনুপাতেই দুধের দাম সাধারনত নির্ধারিত হয়। সমিতিতে সংগৃহীত দুধ প্রাথমিক প্রসেসিংয়ের জন্য নিকটতম কারখানায় পৌছাঁনো হয়। টাঙ্গাইল, মানিকগঞ্জ, টেকেরহাট ও শ্রীনগর অঞ্চলের দুধ ঢাকায় আসে এবং তা থেকে তরল দুধ, ক্রিম, আইসক্রিম ও দই প্রস্তুত করা হয়। রংপুর ও বাঘাবাড়ি ঘাটের দুধ থেকে বাঘাবাড়িঘাটের ডেইরি কারখানা গুঁড়াদুধ, মাখন ও ঘি উৎপাদন করে।

দেশে সরকারি মালিকানাধীন খামার এবং বেসরকারিভাবে প্রতিষ্ঠিত খামার রয়েছে। বড় খামারের অধিকাংশই সরকারের মালিকানাধীন। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬ টি এবং ৩ টি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণায়ের। তবে রাজশাহী দুগ্ধখামার ব্যতীত, অধিকাংশ খামারে শঙ্কর ও বিশুদ্ধ বিদেশি জাতের গবাদিপশু রয়েছে। পাস্তরিত মোড়কজাত দুধ সরকারি হাসপাতাল, আর্মি কোয়ার্টারস এবং কিছু পরিমাণে খোলা বাজারে বিক্রয় করা হয়।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে ১৯৭৩ সালে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী কো-অপারেটিভ সমিতি প্রতিষ্ঠিত হয়।

মিল্কভিটা দেশের অন্যতম বৃহৎ সমবায় ভিত্তিক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। সরকার সিরাজগঞ্জ জেলার ১২৯৬.২৫ একর এবং পাবনা জেলার ১১২.৮২ একর অর্থাৎ মোট ১৪০৯.০৭ একর সরকারী খাস জমিকে গো-চারণ ভূমি ঘোষনা করা হয়। এই বিশাল গো-চারণ ভূমি বিভিন্ন সমিতিকে বছর ভিত্তিক ইজারা প্রদানের মাধ্যমে গো-সম্পদ প্রতিপালন ও মিল্কভিটা কারখানায় দুগ্ধ সরবরাহ করা হয়। গোখামার সাধারনত দুগ্ধবতী গাভী পালনের জন্য গবাদি পশুর খামার এ এলাকায় গড়ে উঠেছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দুগ্ধ উন্নয়ন খাতে পশু সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গবাদী পশুই আমাদের দেশে দুধ, মাংস, চামড়া প্রভৃতি উৎপাদনের একমাত্র উৎস। উন্নত স্বাস্থ্যবান গরু দেখা যায় শহর এলাকার আশেপাশে এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িঘাট এলাকার বড়াল নদী তীরে বাথানে।

স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলনবিল অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশে দুধের চাহিদা পূরনে দুগ্ধ শিল্প গড়ে তোলার জন্য নির্দেশ দেন। তারই ফলশ্রুতিতে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) ও ডেনমার্ক ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ড্যানিডা’র সহায়তায় সরকার তৎকালীন পাবনা জেলার শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় সমবায় দুগ্ধ প্রকল্প নামে ১৯৭৩ সালে একটি দুগ্ধ শিল্প উন্নয়ন প্রকল্প স্থাপন করে।


আতিক সিদ্দিকী
সাংবাদিক ও কলাম লেখক