ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

৫টি ঘরোয়া উপায়ে চুল এর যত্ন

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 179

স্বতঃকণ্ঠ ডেস্কঃ  আমাদের রোজকার জীবনে চুল নিয়ে আমাদের ভাবনার শেষ নেয়! চুল ভালো রাখাতে আমরা কত কিছুই না ব্যবহার করি। কিন্তু এই চুলকে ঠিক রাখতে কিছু ঘরোয়া উপায় আছে, যেগুলো ব্যবহার করলে চুল হবে মজবুত এবং ঝলমলে। 

এছাড়াও আছে কিছু উপকারি প্রোটিন প্যাক যেগুলি চুল লম্বা করতে বেশ উপকারি। বিশেষজ্ঞ বলেন, আমরা আমাদের বাড়িতেই থাকে এমন কিছু জিনিস ব্যবহার করতে পারি যা চুল লম্বা ও মজবুত করতে সাহায্য করে।

চুল এর যত্নে নারিকেল তেলঃ
শুষ্ক চুলের জন্য তেলের কোনো বিকল্প নেই। চুল নরম করতে তেল সবচেয়ে ভালো কাজ করে। শ্যাম্পু করার আগে ৩০ মিনিট রাখলেই হবে। নিয়মিত তেল লাগালে মাথায় খুশকি হওয়ার প্রবণতাও কমে যায় বলে জানান রূপবিশেষজ্ঞা চুলে তেল লাগানোর আগে একটু কুসুম গরম করে নিলে ভালো। এতে করে ত্বকের লোমকূপগুলো খুলে যায় এবং টক্সিন বের হয়ে যেতে পারে।

চুল এর যত্নে মেথিঃ
একটু মেথি নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর সেটি একদম নরম হয়ে গেলে, ভালো করে পেস্ট বানান। এবার মাথায় আগে একটু নারকেল তেল মেখে নিয়ে তারপর এই পেস্টটি লাগান। এটি পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন। এটি চুল বাড়াতে দারুন উপকারি।

চুল এর যত্নে আমলকীঃ
চুলের বৃদ্ধির ক্ষেত্রে আমলকী যাদুর মত কাজ করে। কয়েকটি আমলকী রস করে, সেই রস তালুতে লাগালেই কাজ হয়। এর সঙ্গে যদি আমলকী খাওয়া যায় তাহলে আরও ভালো কাজ হয়। আমলকীর রস তালুতে লাগান, ১০ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন। বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ এটি খুব ঠাণ্ডা। তাই ঠাণ্ডা লেগে যাবার সম্ভবনা থাকে।

চুল এর যত্নে লেবুঃ
লেবুতে আছে ভিটামিন বি-২,৩, ৫,ও ১২, এছাড়াও আছে প্রচুর ফলিক অ্যাসিড। যা চুলের জন্য খুবই উপকারি। খুশকির জন্য চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। লেবুর রস এই খুশকি কমিয়ে চুলের বৃদ্ধিকে তরান্বিত করে। একটি লেবুর রসের সঙ্গে, নারকেল তেল বা অলিভ তেল ভালো করে মিশিয়ে তালুতে লাগান। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

চুল এর যত্নে রক্ত জবাঃ
জবা গাছের পাতা থেঁতলে পেস্ট করে তাতে চার প্রথমে ৮ থেকে ৯টি জবা ফুল ও পাতা নিয়ে ভালো করে ধুয়ে তা থেঁতলে নিন। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুল ও তালুতে লাগান। এক ঘণ্টার জন্য রেখে শ্যাম্পু করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুলের গোঁড়া মজবুত করতে ও বৃদ্ধিতে এই প্যাক সাহায্য করে।

এই উপকরণ গুলোর সাথে সপ্তাহে ৩ দিন মাথায় তেল ব্যবহার করলে আমরা যে কেউ  পেতে পারি মজবুত এবং ঝলমলে চুল।

আরও পড়ুনঃ শাহরুখ খানের জীবনের সব থেকে বড় মুভি মুক্তি পেতে চলেছে

৫টি ঘরোয়া উপায়ে চুল এর যত্ন

প্রকাশিত সময় ১০:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

স্বতঃকণ্ঠ ডেস্কঃ  আমাদের রোজকার জীবনে চুল নিয়ে আমাদের ভাবনার শেষ নেয়! চুল ভালো রাখাতে আমরা কত কিছুই না ব্যবহার করি। কিন্তু এই চুলকে ঠিক রাখতে কিছু ঘরোয়া উপায় আছে, যেগুলো ব্যবহার করলে চুল হবে মজবুত এবং ঝলমলে। 

এছাড়াও আছে কিছু উপকারি প্রোটিন প্যাক যেগুলি চুল লম্বা করতে বেশ উপকারি। বিশেষজ্ঞ বলেন, আমরা আমাদের বাড়িতেই থাকে এমন কিছু জিনিস ব্যবহার করতে পারি যা চুল লম্বা ও মজবুত করতে সাহায্য করে।

চুল এর যত্নে নারিকেল তেলঃ
শুষ্ক চুলের জন্য তেলের কোনো বিকল্প নেই। চুল নরম করতে তেল সবচেয়ে ভালো কাজ করে। শ্যাম্পু করার আগে ৩০ মিনিট রাখলেই হবে। নিয়মিত তেল লাগালে মাথায় খুশকি হওয়ার প্রবণতাও কমে যায় বলে জানান রূপবিশেষজ্ঞা চুলে তেল লাগানোর আগে একটু কুসুম গরম করে নিলে ভালো। এতে করে ত্বকের লোমকূপগুলো খুলে যায় এবং টক্সিন বের হয়ে যেতে পারে।

চুল এর যত্নে মেথিঃ
একটু মেথি নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। তারপর সেটি একদম নরম হয়ে গেলে, ভালো করে পেস্ট বানান। এবার মাথায় আগে একটু নারকেল তেল মেখে নিয়ে তারপর এই পেস্টটি লাগান। এটি পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। তারপর শ্যাম্পু করে ফেলুন। এটি চুল বাড়াতে দারুন উপকারি।

চুল এর যত্নে আমলকীঃ
চুলের বৃদ্ধির ক্ষেত্রে আমলকী যাদুর মত কাজ করে। কয়েকটি আমলকী রস করে, সেই রস তালুতে লাগালেই কাজ হয়। এর সঙ্গে যদি আমলকী খাওয়া যায় তাহলে আরও ভালো কাজ হয়। আমলকীর রস তালুতে লাগান, ১০ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন। বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ এটি খুব ঠাণ্ডা। তাই ঠাণ্ডা লেগে যাবার সম্ভবনা থাকে।

চুল এর যত্নে লেবুঃ
লেবুতে আছে ভিটামিন বি-২,৩, ৫,ও ১২, এছাড়াও আছে প্রচুর ফলিক অ্যাসিড। যা চুলের জন্য খুবই উপকারি। খুশকির জন্য চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। লেবুর রস এই খুশকি কমিয়ে চুলের বৃদ্ধিকে তরান্বিত করে। একটি লেবুর রসের সঙ্গে, নারকেল তেল বা অলিভ তেল ভালো করে মিশিয়ে তালুতে লাগান। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

চুল এর যত্নে রক্ত জবাঃ
জবা গাছের পাতা থেঁতলে পেস্ট করে তাতে চার প্রথমে ৮ থেকে ৯টি জবা ফুল ও পাতা নিয়ে ভালো করে ধুয়ে তা থেঁতলে নিন। ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুল ও তালুতে লাগান। এক ঘণ্টার জন্য রেখে শ্যাম্পু করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুলের গোঁড়া মজবুত করতে ও বৃদ্ধিতে এই প্যাক সাহায্য করে।

এই উপকরণ গুলোর সাথে সপ্তাহে ৩ দিন মাথায় তেল ব্যবহার করলে আমরা যে কেউ  পেতে পারি মজবুত এবং ঝলমলে চুল।

আরও পড়ুনঃ শাহরুখ খানের জীবনের সব থেকে বড় মুভি মুক্তি পেতে চলেছে