টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ ও আহত ২০

- প্রকাশিত সময় ০৩:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / 171
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত এবং ড্রাইভার সহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
নিহত স্নেহালতা (৯৫) এর বাড়ি টাঙ্গাইল জেলার পাথরাইলে।
বুধবার ২০ অক্টোবর দুপুরে উপজেলার গুণগ্রাম ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানা যায়, বেলা সোয়া ১২ টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। উপজেলার গুণগ্রাম ব্রিজের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতলে নেওয়ার পর ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন।
এছাড়া আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক থাকায় তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।














