ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু)

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১১:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 92
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন।

স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ন, আগষ্ট ২৮, ২০২২


একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু)। আজ রোববার চলতি সংসদের ১৯তম অধিবেশনে তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

এই পদে একমাত্র প্রার্থী ছিলেন শামসুল হক। নির্বাচন প্রক্রিয়ার শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানান, তিনি ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র পেয়েছেন। শামসুল হক জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শামসুল হকের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রস্তাবটি তোলার পর স্পিকার পরে তা ভোটে দিলে কণ্ঠভোটে পাস হয়।

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য রোববার কার্যাবলীর শুরুতে ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

গত ২২ জুলাই দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ


একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু)

প্রকাশিত সময় ১১:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন।

স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ন, আগষ্ট ২৮, ২০২২


একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু)। আজ রোববার চলতি সংসদের ১৯তম অধিবেশনে তাঁকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

এই পদে একমাত্র প্রার্থী ছিলেন শামসুল হক। নির্বাচন প্রক্রিয়ার শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদকে জানান, তিনি ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়নপত্র পেয়েছেন। শামসুল হক জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শামসুল হকের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রস্তাবটি তোলার পর স্পিকার পরে তা ভোটে দিলে কণ্ঠভোটে পাস হয়।

নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশন থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশন না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য রোববার কার্যাবলীর শুরুতে ডেপুটি স্পিকার নির্বাচন হয়।

গত ২২ জুলাই দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ