ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত, ইস্পাহানি নিবেদিত

আউয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর-চলচ্চিত্রের টাইটেল সঙ্গীতের ইউটিউব রিলিজ হলো আজ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত সময় ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 267

মুক্তিযুদ্ধে চেতনালালিত নতুন প্রজন্মের প্রযুক্তি-বান্ধব একঝাঁক কিশোর-কিশোরীর দুঃসাহসী অ্যাডভেঞ্চার-নির্ভর গল্প নিয়ে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা নির্মিত কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ এর টাইটেল সঙ্গীত ‘চল খেলি চল খেলি চল খেলি রে বন্ধু, মেঘ রোদ্দুর খেলা’ গানটি বিপুল আনন্দের মধ্য দিয়ে আজ শনিবার বিকালে (২৪ ডিসেম্বর) রিলিজ হচ্ছে ছবির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

সৃজনের আনন্দ আর আর জীবন উদযাপনের বার্তা ছড়ানো এ গানটির রচয়িতা ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও পরিচালক আউয়াল রেজা নিজেই।  গানটির সুর ও সঙ্গীত পরিচালক খ্যাতিমান সঙ্গীতকার ফোয়াদ নাসের বাবু। গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের শীর্ষ কন্ঠশিল্পী এলিটা করিম, টি. ডবলিউ সৈনিক, সুজন আরিফ এবং আসফাকুল বারী রুমন।     

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধ্যা ৬টায়, রাজধানীর ধানমণ্ডির সীমান্ত স্কয়্যার স্টার সিনেপ্লেক্সে ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর-চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে।

 এছাড়া আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর অভিজাত সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহসহ দেশের বড় বড় শহরগুলোতে মুক্তি পাচ্ছে দীর্ঘ বেশ কয়েক দশক পর তৈরি হওয়া কিশোর-চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’।

তার আগে আজ ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবির নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হলো টাইটেল সঙ্গীত, চল খেলি চল খেলি চল খেলি রে বন্ধু, মেঘ রোদ্দুর খেলা।

ট্রেইলার ভিডিও

‘মেঘ রোদ্দুর’ কিশোর চলচ্চিত্রের টাইটেল মিউজিকের ট্রেলার।

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত, ইস্পাহানি নিবেদিত

আউয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর-চলচ্চিত্রের টাইটেল সঙ্গীতের ইউটিউব রিলিজ হলো আজ

প্রকাশিত সময় ০৯:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

মুক্তিযুদ্ধে চেতনালালিত নতুন প্রজন্মের প্রযুক্তি-বান্ধব একঝাঁক কিশোর-কিশোরীর দুঃসাহসী অ্যাডভেঞ্চার-নির্ভর গল্প নিয়ে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা নির্মিত কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ এর টাইটেল সঙ্গীত ‘চল খেলি চল খেলি চল খেলি রে বন্ধু, মেঘ রোদ্দুর খেলা’ গানটি বিপুল আনন্দের মধ্য দিয়ে আজ শনিবার বিকালে (২৪ ডিসেম্বর) রিলিজ হচ্ছে ছবির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

সৃজনের আনন্দ আর আর জীবন উদযাপনের বার্তা ছড়ানো এ গানটির রচয়িতা ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা ও পরিচালক আউয়াল রেজা নিজেই।  গানটির সুর ও সঙ্গীত পরিচালক খ্যাতিমান সঙ্গীতকার ফোয়াদ নাসের বাবু। গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের শীর্ষ কন্ঠশিল্পী এলিটা করিম, টি. ডবলিউ সৈনিক, সুজন আরিফ এবং আসফাকুল বারী রুমন।     

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর, মঙ্গলবার, সন্ধ্যা ৬টায়, রাজধানীর ধানমণ্ডির সীমান্ত স্কয়্যার স্টার সিনেপ্লেক্সে ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর-চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে।

 এছাড়া আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর অভিজাত সিনেপ্লেক্স ও প্রেক্ষাগৃহসহ দেশের বড় বড় শহরগুলোতে মুক্তি পাচ্ছে দীর্ঘ বেশ কয়েক দশক পর তৈরি হওয়া কিশোর-চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’।

তার আগে আজ ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবির নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হলো টাইটেল সঙ্গীত, চল খেলি চল খেলি চল খেলি রে বন্ধু, মেঘ রোদ্দুর খেলা।

ট্রেইলার ভিডিও

‘মেঘ রোদ্দুর’ কিশোর চলচ্চিত্রের টাইটেল মিউজিকের ট্রেলার।