বিজ্ঞপ্তি :
রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- প্রকাশিত সময় ১০:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 182
নওগাঁর রাণীনগরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলিপ মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আলিপ রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামের আবু রায়হান মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু আলিপ শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খোলাধুলা করছিল। খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না আসায় তার মা আলিপকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখতে পায়। এ সময় তার মা পুকুর থেকে শিশু আলিপের মৃত অবস্থায় লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম আরও টপিক
পানিতে ডুবে শিশুর মৃত্যু