আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

- প্রকাশিত সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 61
নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন সারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সাথে ইউপি চেয়ারম্যানের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতি তার বক্তব্যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপত্তায় সম্পন্ন হবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব শুধু উপাসনারই সময় নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করারও সময়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা আমাদের সমাজের শান্তি ও সম্প্রীতির মূল ভিত্তি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, মানবাধিকার কর্মী স্বপন কুমার ও এ্যাড: সনৎ কুমার প্রামানিক ,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম ও ৫১ টি পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।