আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশিত সময় ০৭:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 40
নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আত্রাই উপজেলা বাসি।
মো. আব্দুল রশীদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে।সেই সাথে একই কর্মস্থলে দীর্ঘ ৫ বছরের অধিক সময়ে অবস্থান স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম, আসাদুল্লাহ আল গালিব, রানা, হাফেজ আক্তারুজ্জামান, মো.রায়হান,আবু শাহীন,আক্তার হোসন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রোকসানা হ্যাপি নিজে লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তারা নওগাঁর সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান সাত দিনের মধ্যে ডাক্তার রোকসানা হ্যাপিকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে আত্রাই উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাবু প্রামাণিক, মান্নান খান, সোহরাব হোসেন মো. সিদ্দিকুর রহমান, মো.আশরাফুল ইসলাম, সুইট সহ উপজেলার অপমোর জনসাধারণ।