বিজ্ঞপ্তি :
ভেড়ামারায় মৎস্য খামারে মোটর চুরি
ভেড়ামারা প্রতিনিধি:
- প্রকাশিত সময় ০২:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / 119
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামস্থ ক্যানালের পাশে গত মঙ্গলবার দিবা গতরাত আনুমানিক ১২ টার দিকে কাজল মৎস্য খামারে পুকুরে রক্ষিত একটি পানি উত্তোলনের মোটর অজ্ঞাতনামা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
চাঁদগ্রামের মৃত নজিবুল ইসলাম ওরফে আজিজুল এর ছেলে কাজল মৎস্য খামারের মালিক মোঃ কাজল এ ব্যাপারে ভেড়ামারা থানায় গত মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মৎস্য খামারের মালিক কাজল জানান, আমি সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে রক্ষিত আমার ক্রয়কৃত পানি উত্তোলনের মোটরটি আর খুঁজে পাই না। মোটরটির আনুমানিক বাজার মূল্য প্রায় সাত হাজার টাকা।
অভিযোগের তদন্তকারী অফিসার এস.আই বিশ্বজিৎ জানান, এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি গতকাল বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।