ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন

- প্রকাশিত সময় ০৩:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 237
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ৩১ জুলাই থেকে দেশের তফসিলি ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
















