ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

জাল সার্টিফিকেটে নিয়োগ ও দুর্নীতির অভিযোগ, গৃহায়ণের সিবিএ নেতা আটক

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 85

দুর্নীতি এবং জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দেলোয়ার হোসেন সচিবালয়ে এলে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহায়ন কর্তৃপক্ষের কাছে সেবা গ্রহিতারা সেবা পান না, এমন অভিযোগ আছে। বিশেষ করে বিভিন্ন জমি এবং ফ্ল্যাটের মালিকদের ফাইলপত্র আটকে রেখে দুর্নীতি করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে বেশ কিছুদিন ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।

তদন্তে উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ মেলে। তার নিয়োগটিও জাল সার্টিফিকেটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ হয়। এসব কারণে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে আজই চিঠি দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে টাকা দিয়ে কমিটির সদস্যদের ম্যানেজ করতে চেয়েছিলেন।

এই রকম আরও টপিক

জাল সার্টিফিকেটে নিয়োগ ও দুর্নীতির অভিযোগ, গৃহায়ণের সিবিএ নেতা আটক

প্রকাশিত সময় ০৪:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

দুর্নীতি এবং জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনকে আটক করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দেলোয়ার হোসেন সচিবালয়ে এলে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহায়ন কর্তৃপক্ষের কাছে সেবা গ্রহিতারা সেবা পান না, এমন অভিযোগ আছে। বিশেষ করে বিভিন্ন জমি এবং ফ্ল্যাটের মালিকদের ফাইলপত্র আটকে রেখে দুর্নীতি করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারণে বেশ কিছুদিন ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছিল।

তদন্তে উচ্চমান সহকারী ও সিবিএ নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ মেলে। তার নিয়োগটিও জাল সার্টিফিকেটের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ হয়। এসব কারণে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে আজই চিঠি দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে টাকা দিয়ে কমিটির সদস্যদের ম্যানেজ করতে চেয়েছিলেন।