সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের গৃহ নির্মাণ করে দিবেন র ই মানিক

- প্রকাশিত সময় ০৯:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / 177
<>
<>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর মোক্তার হোসেনের গৃহ নির্মাণ করে দিতে চেয়েছেন র ই মানিক।>
শনিবার ২৩ মার্চ দিনমজুর মোক্তার হোসেনের পুড়ে যাওয়া বসতবাড়ি দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার ২১ মার্চ বেলা ১১ টার দিকে বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দিনমজুর মোক্তার হোসেনের বসতবাড়ি পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে তার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোক্তার হোসেন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজা খালী গ্রামের বাসিন্দা।
মোক্তার হোসেন বলেন, বসতঘরে তালা লাগিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন। এসময় আগুন লেগে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
তার ধারণা বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুন লেগে তার ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি বাড়ীর পাশে একজনের বাড়ীতে থাকছেন।
এ খবর পেয়ে র ই মানিক সেই গরীব অসহায় পরিবারের কাছে ছুটে যান। আগুনে বসতঘর পুড়ে যাওয়া মোক্তার হোসেনের বাড়ীতে গিয়ে পোড়া সব কিছু দেখেন এবং তাকে একটি বসতঘর করে দেবেন বলে জানান।
র ই মানিক বলেন, অল্পদিনের মধ্যেই বসতঘর নির্মাণ করে দেবেন তিনি।
এসময় তার সাথে সাংবাদিক সাহারুল হক সাচ্চু, আল মাহমুদ ও আমিনুল ইসলাম ছিলেন।






















