বিজ্ঞপ্তি :
মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশিত সময় ০৫:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 65
বাগেরহাটের মোল্লাহাটে মাহফুজ শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২১ সেপ্টেম্বর দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকার একটি মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।