মোল্লাহাটের জমি সংক্রান্ত বিরোধের হামলায় গৃহবধূ আহত

- প্রকাশিত সময় ০৪:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 52
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ০৭ নং আটজুড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ আহত হয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী কাওছার শেখ (৬৫) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাওছার শেখ ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশে বেড়া দিচ্ছিলেন। এসময় একই গ্রামের রফিক মোল্লা, বাবলু মোল্লা, রাজিব মোল্লা, সজীব মোল্লা, সাব্বির মোল্লা, রাফি মোল্লা, সোহান মোল্লা, জসিম মোল্লা ও তামিম মোল্লাসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় গিয়ে গালিগালাজ ও বেড়া ভাঙচুর করেন।
পরদিন ২১ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে আসামিরা পুনরায় কাওছার শেখের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। সেসময় বাড়িতে কাওছার শেখ না থাকায় তার স্ত্রী কহিনুর বেগম (৪৮) প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে লোহার রড দিয়ে আঘাত করে। এসময় তারা তার হাত থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আলমারি থেকে ৪৫ হাজার টাকা লুট করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত গৃহবধূকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”