কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০৬:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 61
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে (রেজিঃ নং খুলনা-২০৬৯)’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা ভবনের ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও দপ্তর সম্পাদক মো. আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।
সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, ন্যায়সংগত দাবি আদায় এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।