আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

- প্রকাশিত সময় ০৯:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 1
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদার (৭০) শনিবার ২০ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি মৃত মছির উদ্দিন সরদারের সন্তান ছিলেন। তার মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।
শনিবার বেলা ২টায় তার নিজ গ্রামে গার্ড অব অনার প্রদর্শনের পর নিজ বাসভবন বান্দাইখাড়া মৃধা পাড়ায় একটি জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান ও আত্রাই থানার ওসি কাউছারসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন।
এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব মোঃ আনছুর রহমান ও সদস্য কাজী রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারালাম। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামাণিক তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি ছিলেন আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক সহযোদ্ধা। তার অবদান দেশ ও জাতি স্বরণ করবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।