আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাংকিং খাতকে ডিজিটালাইড করার ঘোষনা তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর

- প্রকাশিত সময় ০২:১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / 133
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাংকিং সেক্টরকে ডিজিটালাইজড করা হবে । সকল আর্থিক প্রতিষ্ঠানকে ডিজিটাল ইন্টারঅফারএবল এবং ডিজিটাল ট্রানজেকশনের আওতায় আনা হবে।তিনি আরও বলেন ব্যাংকিং ব্যবস্থাকে ক্যাশলেস ও পেপারলেস করতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী আজ গুলশানের হোটেল ওয়েস্টিনে সফটওয়্যার সলিউশন প্রোভাইডার মিলেনিয়াম এর রিক্স বেইজড ইন্টার্নাল অডিত সিস্টেম “তাহকীক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
“তাহকীক” হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় অডিট পরিচালনায় সহায়তাকারী সফটওয়্যার।যার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের ঝুঁকি ভিত্তিক অডিট পরিচালনায় কর্ম দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে।
মিলিনিয়াম এর চেয়ারম্যান নিয়াজ আমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, আইবিসিএফ এবং সিডিবিএল এর ভাইস-চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল।
প্রতিমন্ত্রী তাহকীকের মত সফটওয়্যার প্রতিষ্ঠানের মাধ্যমে তারুণ্যের অপরাণ শক্তিকে কাজে লাগিয়ে জ্ঞাননির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরে তিনি সফটওয়্যার পণ্য তাহকীক এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শহিদুল আলম মজুমদার
জনসংযোগ কর্মকর্তা, আইসিটি বিভাগ।