ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

শাহপরীর বাঁধ জলোচ্ছ্বাস ও লবণাক্ততা থেকে রক্ষা করবেঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৪:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • / 154

ফাইল ছবি

প্রেস বিজ্ঞপ্তিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শাহপরী দ্বীপের বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধসের পর সরকার এবার বাঁধ নর্মিাণ করছেে যা উখয়িা, টকেনাফের স্থানীয়দেরকে র্দীর্ঘদিনের জলোচ্ছ্বাস-সহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।

গতকাল কক্সবাজারের টকেনাফ উপজেলার শাহপরী দ্বিপের বাঁধ এলাকা ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরর্দিশনকালে মন্ত্রী একথা বলনে।

মন্ত্রী বলনে, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিল না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। এ ছাড়া সারা দেশে সকল চলমান প্রকল্প দ্রুত সম্পন্নরে জন্য ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের র্দীঘসূত্রতার জন্য অনেক থিকাদারকে কালো তালকিাভুক্ত করা হয়েছে।

সাংবাদকিদরে এক প্রশ্নরে জবাবে প্রতমিন্ত্রী বলনে, বাংলাদশে-মিয়ানমারের মধ্যে বিরাজমান পরস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীর রক্ষা বাঁধ সীমান্তে বিজিবি টহলওে সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্য সহায়ক।

শাহপরীর বাঁধ জলোচ্ছ্বাস ও লবণাক্ততা থেকে রক্ষা করবেঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত সময় ০৪:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০

প্রেস বিজ্ঞপ্তিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শাহপরী দ্বীপের বাঁধ ২০১২ সালে জলোচ্ছ্বাসে তীব্র ধসের পর সরকার এবার বাঁধ নর্মিাণ করছেে যা উখয়িা, টকেনাফের স্থানীয়দেরকে র্দীর্ঘদিনের জলোচ্ছ্বাস-সহ লবণাক্ত সমস্যা থেকে রক্ষা করবে।

গতকাল কক্সবাজারের টকেনাফ উপজেলার শাহপরী দ্বিপের বাঁধ এলাকা ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা দৃঢ়করণে নাফ নদীর তীরে বাঁধ এলাকা পরর্দিশনকালে মন্ত্রী একথা বলনে।

মন্ত্রী বলনে, এই এলাকা লবণাক্ততার জন্য ফসল আবাদ করতে পারছিল না যা এই বাঁধ ও তীররক্ষার ফলে ইতোমধ্যে অনেকাংশ নিরসন হয়েছে। এ ছাড়া সারা দেশে সকল চলমান প্রকল্প দ্রুত সম্পন্নরে জন্য ঠিকাদারদের নির্দেশনা রয়েছে এবং কাজের র্দীঘসূত্রতার জন্য অনেক থিকাদারকে কালো তালকিাভুক্ত করা হয়েছে।

সাংবাদকিদরে এক প্রশ্নরে জবাবে প্রতমিন্ত্রী বলনে, বাংলাদশে-মিয়ানমারের মধ্যে বিরাজমান পরস্থিতিতে নাফ নদীর অদূরে এই তীর রক্ষা বাঁধ সীমান্তে বিজিবি টহলওে সহায়তা করবে যা দেশের জাতীয় স্বার্থের জন্য সহায়ক।