সিরাজগঞ্জে আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

- প্রকাশিত সময় ০৩:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / 134
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ আগামি ২৩-২৯ ফেব্রয়ারি পর্যন্ত সিরাজগঞ্জে অনুষ্ঠিতব্য আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার দুপুরে শহীদ শামসুদ্দিন সম্মেরন কক্ষে এ সয়বাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ জানান, শিল্প মন্ত্রনালয়ের উদ্যোগে ২০০৭ সাল থেকে দুই বছর পর পর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারা বাহিকতায় ২০১৯-২০২০ অর্থ বছরে দেশের ৩১ টি জেলার ন্যায় আগামি ২৩ তারিখ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সপ্তাহব্যাপী মেলা শুরু হবে।
মেলায় দেশীয় পণ্যর বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোক্তাদের সমন্ময়ে বিভিন্ন স্টল স্থাপনসহ প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা।
পাট, চামড়া, পোষাকসহ বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।