সিরাজগঞ্জে প্রথম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষনের আসামী গ্রেফতার

- প্রকাশিত সময় ০৭:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / 272
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মনির হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতারকরেছে পুলিশ।
স্কুলছাত্রীর মামা বাদী হয়ে বুধবার রাতে কামারখন্দ থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্কুলছাত্রীর মামা বলেন, আমার বোন গত দুমাস আগে মারা যান। ভাগ্নি আমাদের বাড়িতে থেকে পড়ালেখা করে। গতকাল বিকেলের দিকে মালয়েশিয়া ফেরত মনির হোসেন আমার ভাগ্নিকে টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। পরে মনির আমার ভাগ্নিকে ধর্ষণ করেন। ভাগ্নি বাড়ি ফিরে এসে ঘটনাটি আমাকে বলে। পরে আমার ভাগ্নিকে সঙ্গে নিয়ে আমি কামারখন্দ থানায় যাই। ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ মনির হোসেনকে গ্রেপ্তার করে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, ‘স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে মিশুটিকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।























