৩ শতাধিক মানুষকে দাওয়াত করে আয়োজিত বাল্য বিবাহ বন্ধ

- প্রকাশিত সময় ০৭:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / 155
মহসীন আলী, তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে ৩ শতাধিক মানুষকে দাওয়াত করে আয়োজিত বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
বুধবার ১৫ জুলাই বিকালে উপজেলার তালম ইউনিয়নের কলাকুপা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (১৫)’র বাল্য বিয়ে বন্ধ করে দেয় মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে অফিস সহকারী ঝরনা রানী।
জানাযায়, নবম শ্রোণী ছাত্রী সুমাইয়ার বিয়ে ঠিক করে তার বাবা একই ইউনিয়নের তারটিয়া গ্রামের নজিবুর রহমানের ছেলে আলামিন (২২) এর সাথে। বিয়ে উপলক্ষে রীতিমতো প্যান্ডেল সাজিয়ে, গরু জবাই করে ৩ শতাধিক মানুষকে দাওয়াত করে খাওয়ার আয়োজনকরে। ইতিমধ্যে বর সহ বরযাত্রী এসে উপস্থতি হয়। এমন সময় বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি পুলিশ সহ সেখানে গিয়ে হাজির হয়। অতপর বিভিন্ন শর্তে মুচলেকা দিয়ে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার এসআই আমিনুল ও তার সঙ্গীয় ফোর্স।
এ সময় মেয়ের বাবা শহিদুল ইসলাম মেয়েকে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা দেয় এবং স্থানীয় ইউপি সদ্যস হিরোনের জিম্বায় দায়িত্ব দেওয়া হয়।