বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জ পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / 140
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম।
শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. ওহেদুজ্জামান গণ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, শুক্রবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে পুলিশ সুপারের করোনা শনাক্তের রিপোর্ট আসে। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এদিকে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির জানান, এ পর্যন্ত জেলায় এক হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী রয়েছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১০ জন।