সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

- প্রকাশিত সময় ০৬:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 150
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদ এর পাশে মঙ্গলবার সকাল ৮টার সময় পুকুরে ভাসমান থাকা অবস্থায় লাশটি উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত শাহাদত হোসেন (২৮) দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া গ্রামের মৃত আলহাজ উদ্দিনের ছেলে।
লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কমার দাস জানান, সকালে স্থানীরা লাশটি দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সোমবার রাতের যে কোন সময় যুবকটিকে হত্যা করে কে বা কারা লাশটি পুকুরে ফেলে পালিয়ে যেতে পারে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর জানা যাবে।