সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাইড ওয়াল ধ্বসে পড়ায় হুমকির মুখে সেনগাঁতী ব্রীজ

- প্রকাশিত সময় ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / 89
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ব্রীজের গাইড ওয়াল ধ্বসে পড়ায় যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। সে সাথে সেতুটি হুমকির মুখে পড়েছে।
বিগত ২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে উল্লাপাড়ার সেনগাঁতী সড়কে একটি ব্রীজ নির্মাণ করা হয়।
প্রায় ৪০ ফুট দীর্ঘ ব্রীজটি হয়ে বিভিন্ন এলাকার লোকজন পায়ে হেটে ও বিভিন্ন বাহনে চলাচল করে থাকে।
জানা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ব্রীজটির গাইডওয়ালের দীর্ঘ অংশ ধসে গেছে।
এ ব্যাপারে দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে গাইডওয়ালটি ধসে গেছে। এতে যাতায়াত ব্যবস্থায় বেশ সমস্যা দেখা দিয়েছে।
তাছাড়া উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, কোন ভাবে যে কোন পথে বৃষ্টির পানি ঢুকে পড়ায় গাইড ওয়াল ধ্বসে গেছে।
এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধ্বসে পড়া গাইড ওয়াল পুঃনির্মানের বিষয় জানানো হয়েছে।
















