নওগাঁতে রাস্ট্রীয় মর্যাদায় চির বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা `রিয়াজ উদ্দীন”

- প্রকাশিত সময় ০৪:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / 118
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনকে রাস্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় ইউএনও নাজমুল হামিদ রেজার নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিনকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার ও তার কফিনে জাতীয় পতাকা দিয়ে এবং দিয়ে এবং এক মিনিট নিরবতা পালন করে রাস্ট্রীয় মর্যদা দেওয়া হয়।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলে।তিনি দির্ঘ্যদিন অসুস্থ থেকে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শিশা খরপা গ্রামের নিজ বাসভবনে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।
মৃতু কালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে উপজেলা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।জোহরের নামাজের পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
















