সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপে প্রশিক্ষণার্থী যুব মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

- প্রকাশিত সময় ০৮:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
 - / 100
 
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষণার্থী যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পরিষদ হল রুমে এ সমস্ত সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব মহিলাদের স্বনির্ভর করতে গত তিন বছর ধরে পরিষদ হল রুমে নিজস্ব উদ্যোগে ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়।
সমুদয় কর্মশালায় প্রায় দুই শত যুব মহিলা অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে কর্মশালা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে উপকরণের অভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে না,
সেই সব যুব মহিলাদের মধ্যে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান রবিবার সকালে ১৬ টি সেলাই মেশিন বিনামুল্যে বিতরণ করেন। এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা ছাড়াও ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান, মোঃ আব্দুল আজিজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।















