ভেড়ামারায় এ্যাড. মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২২’র ফাইনাল
- প্রকাশিত সময় ১০:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / 81
ভেড়ামারা (কুষ্টিয়ার) সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২২ জুলাই ২০২২
কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল শুক্রবার (২২শে জুলাই -২২) বিলশুকা উত্তর পাড়া মসজিদ সংলগ্ন মাঠে মরহুম এ্যাডভোকেট মোজাম্মেল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে বিলশুকা নবীন সংঘ দলকে ৪- ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভেড়ামারা কলেজ পাড়া নাভানা যুব স্পোটিং ক্লাব।
বিলশুকা উত্তর পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয় ০১ জুলাই -২২। এতে ৮ টা দল অংশ গ্রহন করে। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিল্প প্রকৌশলী ও ব্যবস্হাপনা কুয়েটের সহকারী অধ্যাপক ড. রফিকুজ্জামান রোকন, আলকাসীম বিশ্ববিদ্যালয় সৌদি আরবের প্রফেসর ড. শফিকুজ্জান খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, ভেড়ামারা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, বাহাদুরপুর বিজিএম কলেজের প্রভাষক ও বিশিষ্ট ব্যপসায়ী হেলালুর রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনি, সাতবাড়িয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুল ইসলাম, বিশিষ্ট ব্যপসায়ী জামান হোসেন।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে মুক্তি পেল শিক্ষার্থী বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ যাত্রী নিহত ২৫ জুলাই থেকে নোয়াবের সব সদস্য পত্রিকার দাম ন্যূনতম ২ টাকা করে বাড়বে পাবনায় মুজিব বর্ষের ঘর পেল ২ হাজার ১ শ ২৩ পরিবার রাতে পুলিশ কর্মকর্তার, সকালে তাঁর সাবেক দেহরক্ষীর ‘আত্মহত্যা’ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পূর্ণিমা আবারো বিয়ে করলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু শাহজাদপুর আশ্রায়ন প্রকল্পে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ি