কুমারখালীতে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

- প্রকাশিত সময় ০৮:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
 - / 205
 
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২২
২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের তিন কৃতি শিক্ষার্থী জারিন তাসমিন, মোছা. জয়নব খাতুন ও আফিয়া ওয়াসিমা শেফা পৃথক পৃথক সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ নং যদুবয়রা ইউনিয়ন পরিষদ আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের সভাকক্ষে সংবর্ধণা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন।
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওবাইদুল হক, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান।
এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, পরিষদের সদস্য বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থী জারিন তাসনিম ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মোছা. জয়নব খাতুন শহিদ সোহরাওর্যাদী মেডিকেল কলেজ এবং আফিয়া ওয়াসিমা শেফা রাজশাহী মেডিকেল কলেজে ২০২১ – ২২ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।
নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএমএসএফ-এর কমিটি গঠিত অর্পিতার দ্বিতীয় বাসা থেকে আবারও ২০ কোটি রুপি উদ্ধার! পাবনায় পুলিশ নারী কল্যাণ (পুনাক) ভবন উদ্বোধন পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০ম বর্ষপূর্তি উদযাপন পাবনায় এমপি প্রিন্স’র উদ্যোগে সজিব ওয়াজেদ জয়’র জন্মদিন পালন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি ৫১ লাখ, নারীর সংখ্যা বেশি নাটোরে লালপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঝুলফু সম্পাদক লুলু সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে মানবিক ইউএনও বিতান কুমারের বদলী চান না কুমারখালীবাসী 















