রাণীনগরে পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

- প্রকাশিত সময় ০২:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / 141
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ন, আগষ্ট ২৯, ২০২২
নওগাঁর রাণীনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার ধোপাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের ও দুপুরে মালশন গ্রামে জমির ডোবার পানিতে পড়ে এক বছর বয়সি শিশুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে পোয়াতাপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্টে নিহত যুবকের নাম রনি হোসেন (২৮)। সে উপজেলার ধোপাপাড়া গ্রামের খলিল রহমানের ছেলে।
আর পানিতে পড়ে নিহত শিশুরা হলেন, মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সি মেয়ে আমেনা খুতন ও পোয়াতাপাড়া গ্রামের সবুজ প্রামানিকের পাঁচ বছর বয়সি মেয়ে সুমি খাতুন।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রবিবার সকাল ৭ টার দিকে যুবক রনি বাড়ির একটি কক্ষে বিদ্যুতের নষ্ট তার ঠিক করছিলেন। এ সময় কাজ করতে লেগে বিদ্যুতের তারের স্পর্শে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। এদিন দুপুরে মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সি মেয়ে আমেনা খুতনকে নিয়ে তার এক চাচাতো বোন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই বোন বাড়ির ভিতরে গেলে শিশু আমেনা হামকুড়ি দিতে দিতে জমির ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এর আগে শনিবার বিকেলে শিশু সুমি ও তার এক চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এ সময় শিশু সুমি পুকুরে খেলনাপাতি ও হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
পৃথক তিনটি দুর্ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু) পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র অভিযান, অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাঙ্গুড়ায় আহাদের চিকিৎসার জন্য অফিসার্স ক্লাবের ৪০হাজার টাকা প্রদান নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর, ২ লক্ষ টাকা লুট শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দরে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি ভুঁইফোড় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭ রেশন ও ঝুঁকি ভাতা চালু না হওয়ায় চরম অসন্তোষ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে অনৈতিক কাজ ও অর্থলোপাটের অভিযোগে ২ নারী প্রতারক গ্রেপ্তার















