বিজ্ঞপ্তি :
ভেড়ামারায় রোকেয়া দিবস পালিত

ভেড়ামারা প্রতিনিধি:
- প্রকাশিত সময় ০৩:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / 111

গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের ক্রেস্ট প্রদাণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। ছবি: স্বতঃকণ্ঠ
কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের ক্রেস্ট প্রদাণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
অনুষ্ঠানে পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাঁরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. আম্বিয়া খাতুন, চাকুরির ক্ষেত্রে সফল নারী চন্দনা রানী, নতুন উদ্যোমে জীবন শুরুতে সফল ফারহানা পারভীন, সমাজ উন্নয়নে অবদান রাখায় মোছা. সাগরী।
এই রকম আরও টপিক