আত্রাইয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত

- প্রকাশিত সময় ১১:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / 223
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর মেলার স্টল পরিদর্শণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ওসি তারেকুর রহমান সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, অমরেন্দ্র নাথ সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৬ ডিসেম্বর সোমবার দু’দিন ব্যাপী স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়। মেলায় উপজেলার ১২টি স্কুল ও কলেজ অংশ গ্রহণ করে ।
















