ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পৃথক সড়ক দূর্ঘটনায় ফেনীতে দুই চালক নিহত

ফেনী প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ১০:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • / 73

প্রতীকী ছবি


ফেনী সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলার কসকা ও জোয়ার কাছাড় এলাকায় পৃথক কাভার্ড ভ্যানের চাপায় তাঁরা নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচালক মনির গাড়ি থেকে নেমে যান। তখন তাঁর সহকারী কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামের দিকে চলে যান। মনির অন্য গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অন্য আরেকটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন (৪৫)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে জেরকাছাড় এলাকায় নিহত শাহ আলমের (৩৫) বাড়ি তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামে। তিনিও পেশায় একটি পিকআপ ভ্যানের চালক। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরের শ্বশুর কবির হোসেন বলেন, তাঁদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে গাড়িটি সহকারীকে দিয়ে তিনি তাঁর (শ্বশুর) বাড়িতে যাওয়ার জন্য কসকায় নেমেছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে চট্টগ্রামে গিয়ে কাভার্ড ভ্যান বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সেটি আর সম্ভব হলো না।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদ আলী বাজারের উত্তর পাশে জেরকাছাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ি শাহ আলমের (৩৫) পিকআপ ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে পিকআপের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং শাহ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত পিকআপ চালককে উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, অজ্ঞাতনামা ওই গাড়িটি জব্দ করা হয়নি। তবে দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এই রকম আরও টপিক

পৃথক সড়ক দূর্ঘটনায় ফেনীতে দুই চালক নিহত

প্রকাশিত সময় ১০:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

ফেনী সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলার কসকা ও জোয়ার কাছাড় এলাকায় পৃথক কাভার্ড ভ্যানের চাপায় তাঁরা নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানচালক মনির গাড়ি থেকে নেমে যান। তখন তাঁর সহকারী কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামের দিকে চলে যান। মনির অন্য গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অন্য আরেকটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন (৪৫)। তিনি কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে জেরকাছাড় এলাকায় নিহত শাহ আলমের (৩৫) বাড়ি তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামে। তিনিও পেশায় একটি পিকআপ ভ্যানের চালক। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরের শ্বশুর কবির হোসেন বলেন, তাঁদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে গাড়িটি সহকারীকে দিয়ে তিনি তাঁর (শ্বশুর) বাড়িতে যাওয়ার জন্য কসকায় নেমেছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করে চট্টগ্রামে গিয়ে কাভার্ড ভ্যান বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সেটি আর সম্ভব হলো না।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদ আলী বাজারের উত্তর পাশে জেরকাছাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ি শাহ আলমের (৩৫) পিকআপ ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে পিকআপের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং শাহ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহত পিকআপ চালককে উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, অজ্ঞাতনামা ওই গাড়িটি জব্দ করা হয়নি। তবে দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।