বড়াইগ্রামে এসএসসি ৮৮.বিডি’র অভিষেক ও বন্ধুমেলা
- প্রকাশিত সময় ১১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / 242
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় এসএসসি-৮৮-বিডি’র অভিষেক ও বন্ধুসভায় নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।-স্বতঃকণ্ঠ
নাটোরের বড়াইগ্রামে এসএসসি ৮৮.বিডি’র উদ্যোগে ‘এসো মিলি প্রাণের টানে, বনলতা সেনের দেশে’ শ্লোগানে দিনব্যাপী অভিষেক, বন্ধু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ১৯৮৮ সালে এসএসসি উত্তীর্ণ ৫ শতাধিক সদস্য অংশ নেন।
শুক্রবার উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ্ধসঢ়;স স্কুল এন্ড কলেজে আয়োজিত বন্ধু মেলায় জাতীয় বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার ইসমাইল হোসেন, ঈশ^রদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পরিচালক ড. মহিউদ্দিন আহমেদ, নাটোর জেলা আইনজীবি সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট আরজুমান্দ বানু পুষ্প, ঈশ^রদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলী, পাবনা পৌরসভার প্যানেল মেয়র আরেফিন রুবেল, সংগঠনের পাবনা জেলা সমন্বয়ক তারেক জামাল পলাশ, নাটোর জেলা সমন্বয়ক ওয়াসি বাপ্পী, বনপাড়ার সমন্বয়ক সহকারী প্রধান শিক্ষক মি. বেনেডিক্ট গমেজ, ব্যবসায়ী আব্দুল আলিম, পিকেএম আব্দুল বারী ও মনির হোসেন।
বন্ধু মেলায় আগত সদস্যদের দিনব্যাপী স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও বিনোদনের পাশাপাশি তাদের সরব পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।