পাওনা টাকার দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে মানববন্ধন ও বিক্ষোভ

- প্রকাশিত সময় ০৭:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 0
পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা।
রবিবার অক্টোবর নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামেনে সড়কে অবসরপ্রাপ্ত ২ শতাধিক শ্রমিক-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন। তারা মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারক লিপি পেশ করেছেন।
এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ উদ দৌলা, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সমির পাল, ফরহাদ হোসেন প্রমুখ।
অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের পেনশন সুবিধা নেই। চাকরী শেষে সামান্যঅবসর ভাতা ও পরিনাম দর্শী তহবিলের টাকাই সম্বল। অবসরে গিয়ে পাওনা সেই টাকার জন্য দিনের পর দিন চিনিকলে ধর্ণা দিতে হচ্ছে। ৪/৫ বছর আগে অবসরে যাওয়া শ্রমিক কর্মচারীরাও আবসরভাতা পাননি। অনেকে মৃত্যু বরণ করেছেন। বাকিরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন।
তিনি আরও জানান, চিনিকলের নিকট অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা প্রায় ১৩ কোটি টাকা।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া জানান, বরাদ্দ না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা দেওয়া সম্ভব হয়নি।