লালপুরে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত

- প্রকাশিত সময় ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 6
মূল বেতন ভাতার ২০শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরের লালপুর উপজেলায় কর্মরত এমপিও ভুক্ত হাজার হাজার শিক্ষক-কর্মচারী।
রবিবার ১৯ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে গোপালপুর বাজার ও রেলগেট সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে সমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী আফিসারের নিকট দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।
উপজেলার মোহরকয়া ডিগ্রী পাশ ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, পাইকপাড়া মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, গোপালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোহরকয়া নতুনপাড়া ভোকেশনাল ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মনজিরা খাতুন, আখচাষী নেতা আনছার আলী দুলাল প্রমুখ।
বক্তারা দাবি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও ঢাকায় শিক্ষকদের আন্দোলনে অংশগ্রহন চারিয়ে যাওয়ার ঘোষণা দেন।