সিংড়ায় মাদ্রাসায় নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

- প্রকাশিত সময় ০৬:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 1
নাটোরের সিংড়ায় কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিলসহ ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য ও স্থানীয় জনসাধারণ।
রবিবার বিকেল ৪টায় উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তব্য দেন মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।
এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম স্বচ্ছভাবে নিয়োগ করা হচ্ছে এবং কোনো রকম অবৈধ পন্থা অবলম্বন করা হচ্ছে না বলে দাবি করেন।
আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার সভাপতি মোঃ নাহিদুল ইসলাম বলেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডি ও চলমান নিয়োগ কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নীতিমালা ও সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো অনুসারে সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।
কমিটি গঠন একটি নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী আমরা এডহক কমিটি থেকে গভর্নিং বডি গঠন করেছি, যা সম্পূর্ণ স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে। আমি এসব মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটি ও নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে। যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন।