ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / 109

ফেনীর লালপোলে দুইজন মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে মারা গেছে।

গতকাল শুক্রবার (৫ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণ খানে থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগতির মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় ছিটকে পড়ে। মোটরসাইকেলে থাকা দুজনই মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, নিহত দুজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখান থেকে বেড়াতে পার্বত্য রাঙামাটি যাওয়ার কথা ছিল।

ওসি আরও বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেল মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের 

প্রকাশিত সময় ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

ফেনীর লালপোলে দুইজন মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় পিষ্ট হয়ে মারা গেছে।

গতকাল শুক্রবার (৫ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার উত্তর খানে থানার মাদারনবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণ খানে থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দ্রুতগতির মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় ছিটকে পড়ে। মোটরসাইকেলে থাকা দুজনই মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, নিহত দুজন বন্ধু ছিলেন। তারা ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখান থেকে বেড়াতে পার্বত্য রাঙামাটি যাওয়ার কথা ছিল।

ওসি আরও বলেন, তাদের ব্যবহৃত মোটরসাইকেল মহিপাল হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।