ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

শত্রুতাবশত রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৭:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / 204

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন লালপুর দহড়শোলে লীজকৃত একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ৬ জুলাই গভীর রাতে কে বা কারা শত্রুতা করে রেলওয়ে থেকে লিজকৃত আরিফুল ইসলামের পুকুরে মাছ নিধনের এই ঘটনা ঘটে।

মাছ নিধনের এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ মাছচাষী আরিফুল ইসলাম। তিনি ঈশ্বরদী শহরের নুরমহল্লার নজরুল ইসলামের ছেলে।

মাছচাষী আরিফুল ইসলাম জানান, রেলওয়ের প্রায় পাঁচ একর জমির এই পুকুরটি পুর্বে ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ভাই জীবন মাছচাষ করতেন। কিন্তু গত বছর ২০২২ সালে দরপত্রের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য তিনি পুকুরটি লিজ পেয়েছেন।

রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান পুকুরটি আলাউদ্দিন বিপ্লবের ভাই জীবনের নিকট থেকে দখল মুক্ত করে তাঁকে বুঝিয়ে দিয়েছেন। এরপর তিনি ঋণ করে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে যৌথভাবে রুই, কাতলা ও কার্প জাতীয় পাঁচ লাখ টাকার মাছ চাষ করেন।

পুকুরের পাহারাদার মোঃ মুক্তার হোসেনের বরাত দিয়ে আরিফুল ইসলাম আরও জানান, ঘটনার দিন পাহারাদার ফজরের নামায আদায় করে পুকুরের চাঙ্গে ফিরে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুকুর পাড়ে যাওয়া হয়। প্রথমে ধারণা করা হয়েছিলো পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা গেছে। কিন্তু পরে মাছ পরীক্ষা করে দেখা যায় পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিলো। মাছের সঙ্গে এধরণের শত্রুতা কারা কেনো করেছে তা তিনি জানেন না।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শত্রুতাবশত রাতের আধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন

প্রকাশিত সময় ০৭:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন লালপুর দহড়শোলে লীজকৃত একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ৬ জুলাই গভীর রাতে কে বা কারা শত্রুতা করে রেলওয়ে থেকে লিজকৃত আরিফুল ইসলামের পুকুরে মাছ নিধনের এই ঘটনা ঘটে।

মাছ নিধনের এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ মাছচাষী আরিফুল ইসলাম। তিনি ঈশ্বরদী শহরের নুরমহল্লার নজরুল ইসলামের ছেলে।

মাছচাষী আরিফুল ইসলাম জানান, রেলওয়ের প্রায় পাঁচ একর জমির এই পুকুরটি পুর্বে ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ভাই জীবন মাছচাষ করতেন। কিন্তু গত বছর ২০২২ সালে দরপত্রের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য তিনি পুকুরটি লিজ পেয়েছেন।

রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান পুকুরটি আলাউদ্দিন বিপ্লবের ভাই জীবনের নিকট থেকে দখল মুক্ত করে তাঁকে বুঝিয়ে দিয়েছেন। এরপর তিনি ঋণ করে ও কয়েকজনকে সঙ্গে নিয়ে যৌথভাবে রুই, কাতলা ও কার্প জাতীয় পাঁচ লাখ টাকার মাছ চাষ করেন।

পুকুরের পাহারাদার মোঃ মুক্তার হোসেনের বরাত দিয়ে আরিফুল ইসলাম আরও জানান, ঘটনার দিন পাহারাদার ফজরের নামায আদায় করে পুকুরের চাঙ্গে ফিরে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুকুর পাড়ে যাওয়া হয়। প্রথমে ধারণা করা হয়েছিলো পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা গেছে। কিন্তু পরে মাছ পরীক্ষা করে দেখা যায় পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিলো। মাছের সঙ্গে এধরণের শত্রুতা কারা কেনো করেছে তা তিনি জানেন না।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।