বিজ্ঞপ্তি :
শাহজাদপুরে ছেলের উপর অভিমান করে পিতার আত্মহত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
- প্রকাশিত সময় ০১:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / 61
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবার ও ছেলের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে এক অভিমানী পিতা।
পৌর এলাকার কাকলিয়ামারী গ্রামের মৃত নুর বক্সর ছেলে হাজী জামাল উদ্দিন সোমবার ৮ এপ্রিল সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, মৃত জামাল উদ্দিন গত রবিবার রাতে থানায় তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে থানা পুলিশ তার বাড়িতে গিয়ে বিবাদ মিটিয়ে দেয়। এদিকে বিবাদ মিটিয়ে দেয়ার ১০ ঘন্টা পর সে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুবরন করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
শাহজাদপুর থানার ওসি তদন্ত আসলাম আলী জানান, ধারনা করা হচ্ছে তার ছেলের উপর অভিমান করে আত্মহত্যা করেছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি।
এদিকে তার মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় ঈদের আনন্দের বদলে শোকের ছায়া নেমে পড়েছে।
এই রকম আরও টপিক
আত্মহত্যা