বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জে ফেয়ার প্রাইজের ৬৫ বস্তা চাউল সহ আটক ৩

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০২:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / 137
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেয়ার প্রাইজের ৬৫ বস্তা চাল ও ভুটভুটি সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের আওতায় হাসিল গ্রামের ফেয়ার প্রাইজের ডিলার নুরুল ইসলাম গত ৫ এপ্রিল চান্দাইকোনা খাদ্য গুদাম থেকে ১৮ টন ৯০ কেজি চাল উত্তেলন করে। উত্তোলনকৃত কিছু চাল গত ৭ এপ্রিল বিতরন দেখায়।
এদিকে বুধবার ভোরে একই ইউনিয়নের হাসিল গ্রামের ভুটভুটি চালক শফিকুল ইসলাম ৬৫ বস্তা (২ মেট্রিক টন ৭শ’ ৭০ কেজি) চাল নিয়ে চান্দাইকোনা যাওয়ার পথে ষোল মাইল ওমরের ছ’মিলে আসলে রায়গঞ্জ থানার এসআই মেহেদী মোস্তাক চালক সহ চাল আটক করে।
পরে ডিলারের ছেলে মোজাফ্ফর ওরফে আলম ও ভুটভুটি চালক শাহজাহান আলীকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ৬৫ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং তিন জনকে আটক করা হয়েছে।