সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য আটক

- প্রকাশিত সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / 140
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের প্রত্যান্ত এলাকার বৈদ্যুতিক খুটি থেকে মিটার ও ট্রান্সফরমার চুরি করে দেশের বিভিন্ন চোরাই বাজারে পাচার করে আসছিল একটি সংঘবদ্ধ চোরের দল। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতভর উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গোপন অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো- নয়ানগাঁতী গ্রামের মৃত হামিদ হোসেনর ছেলে ইউনুছ আলী (৪৮), চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত গোলবার মন্ডলের ছেলে জিলিম (৫৫), গুচ্ছ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জলিল (৫৫), নয়ানগাঁতী গ্রামের মৃত রাজা আলীর ছেলে রাজিব (২৪), নেওয়ারগাছা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আরশাদ (৫৪)।
এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ট্রান্সফরমার, ধাতব কয়েল সহ প্রায় ৫০ হাজার টাকার মূল্যবান মালামাল জদ্ব করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস পিপিএম জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলায় ১৫ই ডিসেম্বর মঙ্গলবার তাদের আদালতে প্রেরন করা হবে।