নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫

- প্রকাশিত সময় ০৪:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 150
নাটোরের সিংড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এসময় একটি ট্রাক জব্দ করেছে র্যাব।
শনিবার (২৩ এপ্রিল) ভোর সোয়া ৫ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০টি প্লাস্টিকের ক্যারেটে ৫০ কেজি শুকনো গাঁজা, ২টি মুঠোফোন ও গাঁজা বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুলনগর গ্রামের আবুল খায়েরের পুত্র মোঃ জিলানী (২৪) ও একই উপজেলার ভাংগড়া গ্রামের মৃত শাহাআলম এর পুত্র মোঃ আনিচ মিয়া (৩৮)।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।
আরও পড়ুনঃ
কুষ্টিয়ার কুমারখালীতে মৃত ব্যক্তির মাথা কেটে পূজা: এলাকায় চাঞ্চল্য
নাটোরে বাস-মিনিবাস মালিক সমিতির অফিসে সন্ত্রাসী হামলা : ৩ বাস মালিক আহত
সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ জন হতাহত
ভাঙ্গুড়ায় হতদরিদ্র পরিবারের ৩ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
নবীনগরে নিখোঁজের ২২ ঘন্টা পর বুড়ি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বাঘায় পত্রিকায় প্রকাশের পরও থামছে না পুকুর খনন মহোৎসব
পাবনায় ট্রাক-মোটারসাইকেল দুর্ঘটনায় অন্ডকোষ ও পা হারালেন উজ্জল হোসেন
পাবনায় যক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেফতার
ফরিদপুরে রাতের আঁধারে লুট হচ্ছে পদ্মার বালু ও মাটি
রেকর্ড উচ্চতায় শ্রীলংকার মূল্যস্ফীতি: সর্বত্র হতাশা, অনিশ্চয়তা




















