ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনায় মুক্তিযোদ্ধাদের একাংশের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন: স্মারকলিপি প্রদান

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১১:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 190

পাবনায় মুক্তিযোদ্ধা সংসদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা প্রশসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জেলার সুবিধাবঞ্চিত একাংশের মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন জেলার আরেক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে। বাবলুর নির্যাতনের হাত থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধারা।


অভিযোগ উঠেছে, এ্যাডভোকেট সাইফুল আলম বাবলু গং কর্তৃক স্থানীয় সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ, লাঞ্ছনা ও বিভিন্ন হয়রানি কাজের প্রতিরোধে গঠিত আহবায়ক কমিটি’ এই কর্মসূচি পালন করেন।


অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের অন্যতম প্রধান শর্ত লাল মুক্তিবার্তা ও বাংলাদেশ গেজেটে তাদের নাম অন্তভুক্ত রয়েছে। যাচাই বাছাইয়ের বিভিন্ন ধাপ পার হয়ে তারা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। গত ২৩ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে তাদের সাক্ষাতকার নেয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন সময়ে অনেক মুক্তিযোদ্ধার নামে অসত্য অভিযোগ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে দাখিল করে ভাতা বন্ধ করে দেয়া হয়েছে তাদের। এরই মধ্যে গত ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত পত্রে মুক্তিযোদ্ধাদের আবারও যাচাই বাছাইয়ের জন্য ডাকা হয়েছে। যা আমাদের জন্য অপমানজনক।


মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম বাবলু দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের নিয়ন্ত্রণ নিতে নানা অপকর্ম করে আসছেন। তার মতের বিরুদ্ধচারণ করলেই তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লেগে পড়েন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে নানা অসত্য অভিযোগ দিয়ে হয়রানি করছেন মুক্তিযোদ্ধারা। একই সাথে মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনায় ফেলে সেটি সমাধান করে দেয়ার জন্য মোটা অংকের অর্থ উৎকোচ নিয়ে আসছেন তিনি। তার এই অপকর্মের বিষয় এখন পাবনার প্রকাশ্য ঘটনা। ভুক্তভোগী মুক্তিযোদ্ধারাও সাইফুল ইসলাম বাবলুর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা। একই সাথে সাইফুল ইসলাম বাবলুর অপকর্মের বিষয় তদন্ত করে কঠোর শাস্তির দাবি করেন তারা।


এর আগে একই দাবিতে গত মঙ্গলবার (১ নভেম্বর) পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। একই সাথে ষড়যন্ত্রকারী বাবলুসহ তার গং এর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেন আন্দোলনকারীরা।

পাবনায় মুক্তিযোদ্ধাদের একাংশের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন: স্মারকলিপি প্রদান

প্রকাশিত সময় ১১:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

পাবনায় মুক্তিযোদ্ধা সংসদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা প্রশসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে জেলার সুবিধাবঞ্চিত একাংশের মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন জেলার আরেক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে। বাবলুর নির্যাতনের হাত থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধারা।


অভিযোগ উঠেছে, এ্যাডভোকেট সাইফুল আলম বাবলু গং কর্তৃক স্থানীয় সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ, লাঞ্ছনা ও বিভিন্ন হয়রানি কাজের প্রতিরোধে গঠিত আহবায়ক কমিটি’ এই কর্মসূচি পালন করেন।


অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের অন্যতম প্রধান শর্ত লাল মুক্তিবার্তা ও বাংলাদেশ গেজেটে তাদের নাম অন্তভুক্ত রয়েছে। যাচাই বাছাইয়ের বিভিন্ন ধাপ পার হয়ে তারা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। গত ২৩ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে তাদের সাক্ষাতকার নেয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন সময়ে অনেক মুক্তিযোদ্ধার নামে অসত্য অভিযোগ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে দাখিল করে ভাতা বন্ধ করে দেয়া হয়েছে তাদের। এরই মধ্যে গত ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত পত্রে মুক্তিযোদ্ধাদের আবারও যাচাই বাছাইয়ের জন্য ডাকা হয়েছে। যা আমাদের জন্য অপমানজনক।


মুক্তিযোদ্ধারা আরো অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম বাবলু দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের নিয়ন্ত্রণ নিতে নানা অপকর্ম করে আসছেন। তার মতের বিরুদ্ধচারণ করলেই তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লেগে পড়েন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে নানা অসত্য অভিযোগ দিয়ে হয়রানি করছেন মুক্তিযোদ্ধারা। একই সাথে মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনায় ফেলে সেটি সমাধান করে দেয়ার জন্য মোটা অংকের অর্থ উৎকোচ নিয়ে আসছেন তিনি। তার এই অপকর্মের বিষয় এখন পাবনার প্রকাশ্য ঘটনা। ভুক্তভোগী মুক্তিযোদ্ধারাও সাইফুল ইসলাম বাবলুর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা। একই সাথে সাইফুল ইসলাম বাবলুর অপকর্মের বিষয় তদন্ত করে কঠোর শাস্তির দাবি করেন তারা।


এর আগে একই দাবিতে গত মঙ্গলবার (১ নভেম্বর) পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধারা। একই সাথে ষড়যন্ত্রকারী বাবলুসহ তার গং এর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেন আন্দোলনকারীরা।